সবাইকে কান্নায় ভাসিয়ে এই বয়সেই হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মিরাজ
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে মেহেদী হাসান মিরাজের ব্যাট এবং বলের অনবদ্য পারফরম্যান্স তাকে এনে দেয় সিরিজসেরার পুরস্কার। তবে মাঠের বাইরে মিরাজের আরেকটি মহৎ কাজ সবার নজর কেড়েছে। সিরিজসেরার প্রাইজমানি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এক রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই অলরাউন্ডার। মিরাজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালেই সিদ্ধান্ত নেন, রিকশাচালকের পরিবারের জন্য কিছু করবেন। প্রথম টেস্টের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও তার এই সিদ্ধান্তকে আরও দৃঢ় করে। ভিডিওতে দেখা যায়, নিহত রিকশাচালকের ছোট ছেলে কান্নায় ভেঙে পড়ে বলছে, ‘আমার বাবা নামাজ পড়তে গিয়ে গুলি খেয়ে মারা গেছেন। আমি রক্ত দেখেছি। আমার বাবা আর ফিরে আসবে না।‘ মিরাজ জানান, সেই দৃশ্য এবং ছেলেটির কথাগুলো তার মনে গভীরভাবে দাগ কেটেছে। তখনই তিনি প্রতিজ্ঞা করেন, দেশে ফিরে সেই রিকশাচালকের পরিবারের জন্য কিছু করবেন। তখনও ভাবেননি সিরিজসেরা হবেন। মিরাজের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুই টেস্টে তিনি ব্যাট হাতে করেছেন ১৫৫ রান এবং বল হাতে নিয়েছেন ১০ উইকেট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে, পাকিস্তানের বিপক্ষে লিটন দাস