২১ বলে ৫১ রান দেওয়ায় মুস্তাফিজকে আঘাত করে যে কথা বললেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়
শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল লখনৌয় সুপার জায়ান্টের। কঠিন এই লক্ষ্যটা সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। আর এটা সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ে। শেষ ওভারে ১৭ রান আটকাতে এসে ৩ বলে ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতে চিপাক স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিতল লখনৌ।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের দল।
ব্যাট হাতে লখনৌয়ের ম্যাচ জয়ের নায়ক স্টয়নিস। ১৩ চার ও ৬ ছক্কায় ৬৩ বলে ১২৪ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন এই অজি অলরাউন্ডার। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার।
মুস্তাফিজের এমন বাজে বোলিং মেনে নিতে পারছেন না চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, "আমরা ১৪ ওভার পর্যন্ত ভাল করে জয়ের পাল্লা আমাদের দিকে রেখেছিলাম। মাঠে প্রচুর শিশির পড়ায় আমরা বোলারদের ঠিক মত কাজে লাগাতে পারিনি। তার (মুস্তাফিজের) নো বলটা না হলেও হয় তো আমরা শেষ পর্যন্ত লড়াই করতে পারতাম। যাইহোক এইটা খেলারই একটা অংশ"
Comments
Post a Comment