মুস্তাফিজের অনুরোধে বিসিবি বাধ্য হয়ে নিলেন নতুন সিদ্ধান্ত



পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবারের আইপিএল মৌসুম শেষ করবেন মুস্তাফিজুর রহমান। ২ মে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য যেতে হবে বাঁহাতি এই পেসারকে। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাওয়া যাবে না, এমনটা নিশ্চিত করেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু।

প্রধান নির্বাচক এক ম্যাচের কথা বললেও প্রথম তিন টি-টোয়েন্টির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজকে। জানা গেছে, দেশে ফেরার পর পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শেষ দুই ম্যাচে খেলবেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হান্নান সরকারও।

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি