টি২০ স্টাইলে ব্যাটিং করে বিসিবি উচিত জবাব দিলো মেহেদী হাসান মিরাজ

 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে হাই ভোল্টেজ ম্যাচে প্রাইম ব্যাংককে ৩১৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মোহামেডান।


আগে ব্যাট করতে নেমে মোহামেডানের শুরুটা ভালো হয়নি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কাজে লাগিয়ে ৩০ রানের মধ্যেই ২ উইকেট তুলে নেয় প্রাইম ব্যাংক। এরপর প্রতিরোধ গড়ে তোলেন রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন।


তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১৩৮ রানের পার্টনারশিপ। ৭৭ বলে ৫০ রান করে বিদায় নেন অঙ্কন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের ২২ বলে ২৮ ও আরিফুল হকের ১৩ বলে ২১ রানের ইনিংস রেখেছে কার্যকরী ভূমিকা।


তবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রনি তালুকদার। ১৩১ বলে ১৪১ রান করা এই ওপেনার হাঁকান ৮টি চার ও ৯টি ছক্কা। শেষদিকে চার-ছক্কায় মাতিয়ে ক্যামিও সাজান টি২০ দল থেকে বাদ পড়া মেহেদী হাসান মিরাজ। ২৯ বলে ৫৩ রানে অপরাজিত থেকে মিরাজ দলীয় পুঁজি নিয়ে যান ৩১৭-তে। 



Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি

অর্ধেক আইপিএল খেলেও আইপিএল ফাইনাল শেষে ১ম স্থানে মুস্তাফিজ