টি২০ ক্রিকেটে এক মাত্র বোলার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন শাহীন শাহ আফ্রিদি
রোমাঞ্চ ছড়িয়ে শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়েছে পাকিস্তান। বাবর আজমের ফিফটি ও শাহীন শাহ আফ্রিদির ৪ উইকেট শিকারের দিনে কষ্টেসৃষ্টে জয় পেতে হয়েছে স্বাগতিকদের, ফলে ড্র হয়েছে সিরিজ।
লাহোরে খেলতে নামার আগে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে ছিল পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও দুইশ পেরোয়নি স্কোর। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১৭৮ রান।
১৭৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শাহীন শাহ আফ্রিদির বোলিং তান্ডবে ১৬৯ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। এদিন শাহীন শাহ আফ্রিদি গড়েন এক বিশ্বরেকর্ড। স্বীকৃত টি২০ ক্রিকেটে বিশ্বের এক মাত্র বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে ৫০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের এই বাহাতি ফাস্ট বোলার।
Comments
Post a Comment