ফিজ নয়, ড্রেসিং রুমে মুস্তাফিজকে কি নামে ডাকে জানালো অধিনায়ক রুতুরাজ

 



দেখতে দেখতে শেষ হয়ে গেছে আইপিএলের ৪৬টি ম্যাচ। ৪৬ তম ম্যাচে উড়তে থাকা হায়দ্রাবাদকে টেনে মাটিতে নামিয়ে নিয়ে আসলো টানা দুই ম্যাচ হারা চেন্নাই সুপার কিংস। যাদের কিনা ২৫০ রানের নিচে রান করা স্বভাবে নেই তাদেরকেই ১৩৪ রানে অল আউট করে দিলো চেন্নাই সুপার কিংস। সেই সাথে চেন্নাই পেয়েছে ৭২ রানের বড় ব্যবধানের জয়। 

রান বন্যার আইপিএলে শুরু থেকেই ২/৩ ম্যাচ বাদে চেন্নাইয়ের বোলাররা রাজত্ব্য করছে ব্যাটসম্যানদের উপর। তাই তো প্রতি ম্যাচ শেষেই চেন্নাইয়ের ক্যাপটেন প্রশংসায় ভাসান মুস্তাফিজদের। একদিন ম্যাচ শেষে রুতুরাজকে তাদের ড্রেসিং রুমে কে কাকে কি নামে ডাকে জানতে চাওয়া হলে তিনি জানান, তারা ড্রেসিং রুমে পাথিরানাকে বেবি মালিঙ্গা বলে ডাকেন। তাছাড়া মুস্তাফিজকে মুস্তা বা ফিজ বলে ডাকেন।

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি