চেন্নাইয়ের কোচ মুস্তাফিজকে দলের মূল বোলার আখ্যা দিয়ে জানালেন মুস্তাফিজ আজ একাদশে থাকবেন কিনা



আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজের বোলিং দক্ষতা দিয়ে অল্প সময়েই চেন্নাইয়ের কোচিং স্টাফ, সমর্থক এবং নিজের সতীর্থদের মন জয় করে নিয়েছেন মুস্তাফিজ। প্রশংসা কুড়িয়েছেন সকলের কাছ থেকেই।    

আইপিএলে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ আজ ২৮ এপ্রিল। দারুণ ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। খেলা হবে চিপকের চিদাম্বরাম স্টেডিয়ামে। চিপকের উইকেট মুস্তাফিজের জন্য বরাবরই ফেবারিট। তার হাতের মায়াবি কাটার সবচেয়ে ভালোভাবে কাজ করে এই চিপকেই। ফলে হায়দরাবাদের রান মেশিনকে আটকাতে হয়ত মুস্তাফিজের উপরই আরও একবার বেশি ভরসা করতে যাচ্ছে চেন্নাই। ঠিক তেমনটাই ইঙ্গিত দিলেন চেন্নাইয়ের কোচ।

ম্যাচের আগের দিন অনুশীলনের মাঝে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন চেন্নাইয়ের ফিল্ডিং কোচ রাজিব কুমার। চিপকের বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে রাজিব বলেন, ‘সে (মুস্তাফিজ) খুবই ভালো করছে। সে দারুণ দক্ষ একজন বোলার। একাদশ আসলে আগামীকাল নির্ধারণ করা হবে। তবে সে আমাদের মূল বোলারদের একজন।’

রাজিব আরও বলেন, ‘সে (মুস্তাফিজ) বেশ ভালোভাবে অনুশীলন করেছে। আমরা একাদশ নির্বাচন করি পিচের কন্ডিশন দেখে।’

এবারের আসরে চেন্নাইয়ের হয়ে ৭ ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।

Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি

অর্ধেক আইপিএল খেলেও আইপিএল ফাইনাল শেষে ১ম স্থানে মুস্তাফিজ