৩৭ মিনিটের লাইভে শাকিবকে সরাসরি দেখিয়ে দিলেন অপু বিশ্বাস



অপু বিশ্বাস নামটি শুনলেই যেন বাংলা ছবির নায়িকার কথা মনে পড়ে যায়। এক সময়কার খুব জনপ্রিয় বাংলা ছবির নায়িকা ছিলেন এই অভিনেত্রী যার নাম অপু বিশ্বাস। তিনি প্রথম দিক দিয়ে হিন্দু থাকলেও বর্তমান সময়ে তিনি মুসলিম হয়ে গিয়েছ। কারণ শাকিব খান যখন অপু বিশ্বাসকে বিবাহ করেন তখন শাকিব খান অপু বিশ্বাসকে হিন্দু থেকে মুসলমান বানিয়ে তারপর বিয়ে করেন। তবে শাকিব খান বিয়ে করলেও তাদের মধ্যে এখন আর বেশি একটা মিল দেখা যায় না কারণ শাকিব খান দুইটি বিয়ে করেছে। প্রথম স্ত্রীর নাম অপু বিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রীর নাম বুবলি চৌধুরী।

দুইটি বিয়ে করার কারণে শাকিব খানের সমস্যা যেন কোন ভাবে শেষ হচ্ছে না। একের পর এক সমস্যা যেন সামনে চলে আসছে। তবে অনেকে বলাবলি করছে অপু বিশ্বাসের বয়সের কারণে শাকিব খান অপু বিশ্বাসকে এখন আর পছন্দ করেন না। 

সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে অপু বিশ্বাস ৩৭ মিনিটের মত লাইভ করেছেন শাকিব খানের সাথে। সেই লাইভে অপু বিশ্বাস সরাসরি মেকাপ ছাড়া এসে তার আসল ফেস দেখিয়েছেন। অপু বিশ্বাসের মেকআপ ছাড়া ছবিটি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে কারণ অপু বিশ্বাস এর আগে কখনোই লাইভে সরাসরি এসে মেকআপ ছাড়া মুখ কখনোই দেখাননি। মেকআপ ছাড়া এই ছবিটি অনেকেই দেখে মন্তব্য করছেন অপু বিশ্বাসের অনেকটাই বয়স হয়ে গিয়েছে।

Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি

অর্ধেক আইপিএল খেলেও আইপিএল ফাইনাল শেষে ১ম স্থানে মুস্তাফিজ