১৭ জনের প্রাথমিক স্কোয়াড থেকে যে ২ জনকে বাদ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি



জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফউদ্দিন ছাড়াও দলে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব। এ দুজনকে রেখে রবিবার সন্ধ্যায় জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগের ১৭ জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছে হাসান মাহমুদ ও সৌম্য সরকার।


প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত দলে নেই মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ফিরেছেন পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম। বাদ পড়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও নাঈম শেখ।


এদিকে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিম। চোটের কারণে নেই সৌম্য সরকার।


আগামী ৩ মে চট্টগ্রামে শুরু হবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে ও শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।


একনজরে দুই দলের স্কোয়াড


বাংলাদেশ (১ম তিন ম্যাচ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফউদ্দিন।


জিম্বাবুয়ে : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।


Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি

অর্ধেক আইপিএল খেলেও আইপিএল ফাইনাল শেষে ১ম স্থানে মুস্তাফিজ