৩ বলে ১৯ রান দেওয়া মুস্তাফিজকে রাউন্ড দ্য উইকেটে বোলিং করা সিদ্ধান্ত কে দিয়েছিল জানালো বোলিং কোচ ব্রাভো



শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল লখনৌয় সুপার জায়ান্টের। কঠিন এই লক্ষ্যটা সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। আর এটা সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ে। শেষ ওভারে ১৭ রান আটকাতে এসে ৩ বলে ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতে চিপাক স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিতল লখনৌ।


চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের দল।


ব্যাট হাতে লখনৌয়ের ম্যাচ জয়ের নায়ক স্টয়নিস। ১৩ চার ও ৬ ছক্কায় ৬৩ বলে ১২৪ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন এই অজি অলরাউন্ডার। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার। তবে মুস্তাফিজ শেষ ওভারের ১ম তিন বল রাউন্ড দ্য উইকেটে বোলিং করেছেন যেখানে মুস্তাফিজ সব সময় ওভার দ্য উইকেট বোলিং করে ডেথ ওভারে ভাল রেসাল্ট নিয়ে আসে। তবে চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো বলেছেন দলের প্লানিং অনুযায়ী মুস্তাফিজ শেষ ওভারে বোলিং করেছে। 

Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি

অর্ধেক আইপিএল খেলেও আইপিএল ফাইনাল শেষে ১ম স্থানে মুস্তাফিজ