আগের দিন ১০৬ বলে ৫৬ করা লিটন দাস আজ কত রান করলেন?
সময়টা যখন বিরুদ্ধ, কখনও কখনও বদলাতে হয় নিজেকে। চেনা পথ যখন হয়ে ওঠে দুর্গম, বেছে নিতে হয় বিকল্প রাস্তা। লিটন কুমার দাস যেন তেমন কিছুই দেখাতে চাইলেন। ব্যাট হাতে নান্দনিকতার পসরা সাজিয়ে দ্রুততায় ছুটতে ভালোবাসেন তিনি। কিন্তু বেশ কিছু দিন ধরেই তিনি নিজের ছায়া। তাই হয়তো অচেনা থেকেই চেষ্টা করলেন আপন সত্ত্বা ফিরে পাওয়ার। নিয়ন্ত্রণের অদৃশ্য রশিতে নিজেকে আটকে রেখে লড়াই করে এগিয়ে গেলেন ফিফটির পথে। ২২ তারিখ সুপার লিগে প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১০৬ বলে করেন ৫৬ রান।
আজ সুপার লিগের ২য় ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩ ছক্কা ও ১ চারের মধ্য দিয়ে ৪৪ বলে ৩৩ রান করে আউট হন লিটন দাস।
Comments
Post a Comment