মুস্তাফিজের জন্য পার্পেল ক্যাপের সমীকরণ সহজ করে দিলো বুমরাহ
আর মাত্র ১টি ম্যাচ খেলেই বাংলাদেশে ফিরতে হবে মুস্তাফিজকে। তাই সবারই চাওয়া দেশে ফিরার আগে একবারের জন্য হলেও পার্পেল ক্যাপ মাথা আসুক মুস্তাফিজের। আর এই পার্পেল ক্যাপের তালিকায় মুস্তাফিজ রয়েছে ২য় নাম্বার স্থানে। প্রথম স্থানে রয়েছেন বুমরাহ। আজ লখনউ সুপার জায়ান্টে বিপক্ষে বুমরাহ উইকেট না পাওয়ায় মুস্তাফিজের জন্য পার্পেল ক্যাপ অর্জন করা সহজ হয়ে গিয়েছে। মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে আর মাত্র ১টি উইকেট পেলেই পেয়ে যাবে পার্পেল ক্যাপ। ৪৮ ম্যাচ শেষে দুজনই ১৪ উইকেট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে।
Comments
Post a Comment