রতনে রতন চিনে, বিশ্বকাপের আগে মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন এবি ডিভিলিয়ার্স



এ বারের বিশ্বকাপে মুস্তাফিজ প্রতিটি দলের জন্য হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্রের মাঠে মোস্তাফিজ কতটা ভয়ঙ্কর তা সে যুক্তরাষ্ট্রে বিপক্ষে সেই প্রমাণ করেছে। আইপিএলের পর বিশ্বকাপেও ফিজের চমক দেখাতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকাকে সতর্ক থাকতে হবে মুস্তাফিজকে নিয়ে এবার মুস্তাফিজকে নিয়ে ভয়ের কথা স্বীকার করল দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। আইপিএলে মাত্র ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন।


জিম্বাবুয়ে সিরিজে প্রথম ম্যাচেই তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা। সর্বশেষ যুক্তরাষ্ট্র সিরিজ সেরা হয়েছেন। সে সেরা সিরিজের সর্বশেষ ম্যাচে মুস্তাফিজ একাই নিয়েছেন ছয় উইকেট। এই হচ্ছে মুস্তাফিজের সর্বশেষ পারফরম্যান্স এমন পারফরম্যান্স টি টোয়েন্টিতে যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। স্বরূপ আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। শক্তির বিচারে বাংলাদেশ তাদের থেকে পিছিয়ে থাকলেও মুস্তাফিজের জন্য একটু হলেও ভয় আসে এই দুই প্রতিপক্ষ।



এবার মুস্তাফিজকে নিয়ে নিজের ভয়ের কথা স্বীকার করলেন সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তিনি বলেন, মুস্তাফিজ তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। আমি কোনো বাংলাদেশি বোলারকে এতটা ভয়ঙ্কর রূপে কখনও দেখিনি। বাংলাদেশ আমাদের জন্য হুমকি না হলেও ফিজকে নিয়ে আমাদের দল ভয়ে আছে। এবারের বিশ্বকাপে প্রতিটি দলের জন্যই মুস্তাফিজ হুমকি।


যুক্তরাষ্ট্রে স্লো পিচে সে মারাত্মক বোলার নিজের দেশের পিচে সে যেমন তা সাহায্য পায়, ঠিক তেমন সাহায্য যুক্তরাষ্ট্র বিশেষে পাবে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে মুস্তাফিজকে নিয়ে সতর্ক থাকতে হবে। তাকে অবহেলা করলে বিপদ যে বোলার আইপিএলে এত ভাল করে এসেছে সে বোলার যে কোনও ব্যাটসম্যানের জন্যই হয় প্রদর্শক এবং অন্যের সাথে কি আপনি একমত কমেন্ট করে জানিয়ে দিন।

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি