৪৯.৯ ধারা অনুযায়ী আফগানিস্তান দল কি শাস্তি পাওয়ার কথা তা জানালেন সৌরভ গাঙ্গুলি

 



বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ইনজুরিতে পড়ার অভিনয় করেছিলেন গুলবাদিন। মূলত দলের স্বার্থেই এই কাজ করেছেন তিনি। তাই বিষয়টি নিয়ে সমালোচনায় চেয়ে হাস্যরস হয়েছে বেশি। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ এই ঘটনাকে ক্রিকেট মাঠে তার দেখা সবচেয়ে হাস্যকর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের ১২তম ওভারের ঘটনা। ব্যাটিংয়ে থাকা টাইগাররা তখন ডিএলএস পদ্ধতিতে ২ রানে পিছিয়ে ছিল। বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট মাঠের দিকে সময় ক্ষেপণের ইশারা করেন। ওই ইশারা দেখেই স্লিপে ফিল্ডিং করা নাইব হঠাৎই পায়ে টান পড়ার ভান করে শুয়ে পড়েন। এমন একটা ভঙ্গি করেন যেন ভয়ংকর চোটে পড়েছেন তিনি। ফিজিও ও সতীর্থ নাভিন উল হকের কাঁধে ভর করে মাঠ ছাড়া নাইব কিছুক্ষণের মধ্যে মাঠে নেমে বোলিং করেন। জয়ের পর দৌড়ে করেছেন উদ্‌যাপনও। তবে ডাগআউটের ইশারায় ভয়াবহ এই অভিনয়ের জন্য আফগানিস্তানকে কোন শাস্তি না দেওয়ায় অবাক হয়েছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন নিয়ম অনুযায়ী বাংলাদেশ ৫ রান পেনাল্টি পায়। আমি জানি না কিভাবে কি হলো কিন্তু অনফিল্ড আম্পায়ার হয়তো ভুলে গেছেন নিয়ম।

আইসিসির নিয়ম অনুযায়ী যদি কোনো বোলার বা ফিল্ডা ইচ্ছে করে খেলার সময় নষ্ট করে তাহলে ৪১.৯ এর ধারা অনুযায়ী দলের ৫ রান পেনাল্টি করা হবে। বাংলাদেশ যদি ৫ রান পেনাল্টি পেতো তাহলে হয়তো আফগানিস্তানের জায়গায় অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলতো।

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি