বার বার সাকিব ক্ষেপে যান কেন?? আবারও ভক্তদেরকে যে বাজে মন্তব্য করায় সাকিবের প্রতি ক্ষুব্ধ চেয়ারম্যান জালাল ইউনুস।


সাকিব আল হাসান এমন একটি নাম যা মাঠে এবং মাঠের বাইরে সর্বদা আলোচিত ও সমালোচিত। সম্প্রতি আবারও মাঠের বাইরে বিতর্কে জড়ালেন দেশের সেরা এই অলরাউন্ডার। তিনি একজন অভিবাসীকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি দেশে কী অবদান রেখেছেন। যার জেরে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।

সাম্প্রতিক সময়ে, কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনায় গোটা দেশে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন দেশের অনেক ক্রীড়া তারকা। তবে দেশের সেরা ক্রিকেটার সাকিবই ব্যতিক্রম।

যার জেরে খুবই ক্ষুব্ধ তার ভক্তরা। মূলত সংসদ সদস্য ও বর্তমান সরকারের এমপি হয়েও সাকিব যে নীরবতা পালন করেছেন তা সবারই জানা। বর্তমানে দেশের বাইরে রয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার। তবে সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিবকে।

(৩০ জুলাই) মঙ্গলবার রাতে গ্লোবাল টি-২০ লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের কাছে জানতে চান কোটা আন্দোলন নিয়ে নীরব কেন তিনি। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা যায়, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এসময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এসময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ এই ভিডিও মুহূর্তের ছড়িয়ে পড়ে নেট দুনিয়ার।

বুধবার (৩১ জুলাই) মিরপুরে গণমাধ্যমে সাকিবের এ ঘটনায় এবার মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট করা ঠিক হবে না। এমনটা (ভক্তকে যে মন্তব্য করেছেন সাকিব) করলে সে (সাকিব) ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে।'

তিনি আরও বলেন, দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব কী বলেছে সেখানে, আমি সেটা বলতে পারব না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে। কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি