১০২ মিটারের বিশাল ছক্কায় বিশ্ব রেকর্ড গড়ে কত রান করলেন শরিফুল



গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় শুক্রবার রাতে সাকিব আল হাসানকেই ছাপিয়ে গেলেন শরিফুল ইসলাম। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই বাংলাদেশির। মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে সাকিব-শরিফুলের দল বাংলা টাইগার্স মিসিসাগা হেরে গেছে ৩৩ রানের ব্যবধানে।\

তবে ব্যাটে-বলে দুই বিভাগেই সাকিবকে টপকে গেছেন শরিফুল। আগে বোলিংয়ে নামা বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে এক মেডেনসহ ৪ ওভারে মাত্র ১৬ রানে ১ উইকেট নেন শরিফুল। দিয়েছেন ১৫টি ডট বল। এতেই কানাডা লিগে ১ম মাত্র বোলার হিসেবে অভিষেক ম্যাচে ১৫টি বল দেওয়ার রেকর্ড গড়ে ফেলেছেন শরিফুল ইসলাম। আর অন্যদিকে সাকিব ৪ ওভারের স্পেলে থাকেন উইকেটশূন্য, বিনিময়ে দেন ৩০ রান। অ্যাশটন অ্যাগার, টিম সেইফার্ট, দিলপ্রীত বাজওয়া ও বেন মানেনটির চারটি চল্লিশোর্ধ্ব ইনিংসের সুবাদে ১৯০ রানের লক্ষ্য দেয় মন্ট্রিয়েল।

সেই লক্ষ্য তাড়ায় সাকিব ব্যাটিংয়ে আসেন ৩ নম্বরে। ৬ বলে মাত্র ৩ রান করেই ফিরে যান সাজঘরে। ৯ নম্বরে নেমে শরিফুল হাকান ১০২ মিটারের বিশাল এক ছক্কা। তিনি ১ ছক্কায় ৪ বলে ৮ রানের অপরাজিত থাকেন। ইনিংস গুটিয়ে যায় ৮ উইকেটে ১৫৬ রানে। বাংলা টাইগার্স অধিনায়ক সাকিবের ব‍্যর্থতার দিনে ৩৩ রানের হার সঙ্গী হয় দলের হারে বাংলা টাইগার্স। আজ রাত ৯টায় ভ্যানকুভার নাইটসের মুখোমুখি হবেন দুজন। 

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি