শরিফুল বলে আগুন ঝরিয়ে অল্পতেই থামালো সারে জাগুয়ার্সকে



 কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামের দল বাংলা টাইগার্স মিসিসাউগার বিপক্ষে আগে ব্যাট করে ১০১ রানে থেমেছে সারে জাগুয়ার্স। বল হাতে আগুন ঝরিয়েছেন শরিফুল, সাকিবও ছিলেন উজ্জ্বল।

ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সারের ওপেনার সুনীল নারাইনের উইকেট তুলে দলকে দারুণ শুরু এনে দেন শরিফুল ইসলাম। রানের খাতা খোলার আগেই বিদায় নেন নারাইন। নিজের প্রথম ওভারে এক উইকেট তুলে শরিফুল দেন ২ রান।

চতুর্থ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে শরিফুল দেন ৩ রান, উইকেট নিতে পারেননি।


 

ইনিংসের ৮ম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। রান দেন মাত্র ৫। ১০ম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন শরিফুল। দারুণ এক ওভার করেন তিনি। মাত্র ৩ রান খরচায় শেষ দুই বলে তুলে নেন ২ উইকেট।


 

১২তম ওভারের প্রথম বলে উইকেট নিতে পারলে হ্যাটট্রিকের সুযোগ ছিল শরিফুলের। তবে তা আর হয়নি। উইকেট নিতে পারলেও সেই ওভারে কিপটে বোলিংয়ের ধারা অব্যাহত রেখেছেন শরিফুল, দেন মাত্র ৩ রান। ১২ ওভার শেষে সারের রান দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে মোটে ৫৩। ৪ ওভারে শরিফুল ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। 



১৪তম ওভারে নিজের দ্বিতীয় ওভারে এসে ৫ রান দেন সাকিব, কোনো উইকেট নিতে পারেননি। ১৬তম ওভারে নিজের তৃতীয় ওভারে এসে ৬ রান দিয়ে পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে যাওয়া মার্কাস স্টয়নিসের উইকেট তুলে নেন সাকিব। ১৮তম ওভারে নিজের চতুর্থ এবং শেষ ওভারে ৫ রান দেন সাকিব, উইকেট নিতে পারেননি। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট তোলেন সাকিব। 


সারের হয়ে ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক মার্কাস স্টয়নিস। লোগান ভ্যান বিক খেলেন ৩৭ বলে ৩১ রানের লড়াকু ইনিংস। আর কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। ১৯.৫ ওভারের মাথায় ১০১ রান তুলে অলআউট হয় সারে জাগুয়ার্স। 


Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি