বৃহস্পতিবার নতুন কর্মসূচি ‘রিমেমবারিং দ্য হিরোজ’

 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) তারা ‘রিমেমবারিং দ্য হিরোজ’ নামক কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি বুধবার (৩১ জুলাই) দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শেষ হওয়ার পর ঘোষণা করা হয়।


বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশীদ এক বিবৃতিতে জানান, দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ সন্ত্রাসের ছায়ায় আবৃত। কোটা সংস্কার আন্দোলনের পর অমানবিক গণহত্যা চালানো হয়েছে, এবং বর্তমানে রাতের অন্ধকার আরও গাঢ় হয়েছে গণগ্রেপ্তারের আতঙ্কে।


বিবৃতিতে আরও বলা হয়, এই ভয়াবহ পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং জাতিসংঘের মাধ্যমে বিচার দাবি করার লক্ষ্যে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি পূরণের জন্য বৃহস্পতিবার ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


কর্মসূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামীকাল নির্যাতনের ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ করবে; শহীদ ও আহতদের পরিবারের এবং সহপাঠীদের স্মৃতিচারণ করবে; নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফাস্টুন তৈরি এবং ডিজিটাল পোর্ট্রেট তৈরি করবে; শহীদদের স্মরণে বিভিন্ন কনটেন্ট অনলাইনে এবং অফলাইনে প্রচার করবে; ক্যাম্পাস ও স্থানীয় এলাকায় শিক্ষক, ছাত্র ও জনতার জমায়েত হবে এবং সাংস্কৃতিক আয়োজন যেমন মৌন মিছিল, মশাল মিছিল, পথনাটক, মঞ্চনাটক, প্রতিবাদী গান, মাইম ইত্যাদি আয়োজন করবে।


বিবৃতিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে নতুন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।


Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি

ভুল বুঝতে পারলো আইসিসি, ১৯.৩ ধারা অনুযায়ী মিলারের ক্যাচটি ছক্কা হয়েছে, ফাইনাল নিয়ে নতুন সিদ্ধান্ত?