জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাতের বিষ্যয় নিয়ে মুখ খুলেন মুশফিক



 মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় সারাদেশে তোলপাড় চলছে। সকল শিক্ষার্থী উত্তেজিত। হামলায় সাধারণ শিক্ষার্থীসহ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়। আহত হয় শতাধিক শিক্ষার্থী।


অন্যদিকে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের নায়ক, গায়ক ও ক্রীড়াবিদরা আন্দোলনকারীদের নিয়ে নানা ধরনের বক্তব্য ও মতামত তুলে ধরেন। পিছিয়ে নেই জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও।



চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব দেশের ক্রীড়াঙ্গন। শিক্ষার্থীদের ওপর হামলায় ব্যথিত জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামরা। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।


এক ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অতল শ্রদ্ধা।’


তিনি যোগ করেন, ‘এটা মেনে নেওয়া কঠিন, কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্তা হয়েছেন; যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যেকোনো উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।’


দ্রুত সমাধান চেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার আরও লেখেন, ‘সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’


Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি