হাথুরুর বিদায় আটকে দিতে বিসিবির ভুল তুলে কঠিন যুক্তি দিলেন এই পরিচালক


বিসিবি বস হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর থেকে গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশের হেড কোচ হিসেবে আর থাকছেন না হাথুরুসিংহে। অবশ্য বিসিবি বস ফারুক আহমেদ এই গুঞ্জনের পালে হওয়া দিয়েছেন নিজেই। সদ্য শেষ হওয়া বিসিবির বোর্ড মিটিংয়ে হাথুরুকে বাদ দিতে সবাই একমত হলেও রাজি নন বিসিবির প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদিন নান্নু।

এই বিষয়ে তিনি তার যুক্তি দেখিয়েছেন। তাই আপাতত হাথুরু-গামিনীর 'শ্রীলঙ্কা সিন্ডিকেট' অব্যাহত থাকছে। মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, “তিনি চান না হাথুরু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলে যান। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাথুরুর চুক্তি সেই মৌসুম পর্যন্ত বৈধ। তবে ২০২৩ বিশ্বকাপের কয়েক মাস আগে হঠাৎ করে কোচ বদল করে বিসিবি যে ভুল করেছে তা দেখতে চান না নান্নু।”

তিনি আরও বলেন, “২০২৩ সালের বিশ্বকাপে কোচ বদল হওয়াতে সেই অল্প সময়ে পরিকল্পনা সাজানো কঠিন ছিল। একটি দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে অন্তত এক থেকে দেড় বছর সময় লাগে। হেড কোচ ওই জায়গায় এসে চলে গেলে খুব কষ্ট হয়। ২৩ ওয়ানডে বিশ্বকাপের এটি পরিবর্তন করা কঠিন ছিল। আমি এখনও জানি না. এটা বোর্ডের সিদ্ধান্ত, যেমন পরিচালনা পর্ষদ। তারা রাষ্ট্রপতির সঙ্গে একসঙ্গে সিদ্ধান্ত নেবেন। বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার বোর্ড মিটিং শেষে হাথুরুসিংহকে নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'সিরিজ শেষ হোক, আমাদের (সিরিজ জেতার) ভালো সুযোগ আছে। বিদেশি সিরিজে এমন সুযোগ নেই। সংগঠনের প্রধান হওয়া স্বেচ্ছাচারী হতে পারে না। আমার কাজের ধরন এখনো আগের মতোই আছে। আমি সাত এবং সাত দিন, ১৪ দিন পরে নতুন ফলাফল পেতে পারি।

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি