সর্বনিম্ন রানে অল-আউটসহ ফলো অনের শঙ্কায় কাঁপছে বাংলাদেশ


বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। দিনের তৃতীয় আর মীর হামজার দ্বিতীয় ওভারের প্রথম বলে শর্ট স্কয়ার লেগে ক্যাচ দেন জাকির হাসান। ক্যাচটি নিয়ে আবরার আহমেদ আবেদনও করেন। কিন্তু মাঠের আম্পায়ারের ক্যাচটি নিয়ে দ্বিধা ছিল বলে তিনি তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের ভার দেন। টিভি রিপ্লেতে দেখা যায়, ক্যাচ আবরারের হাতে যাওয়ার আগে মাটিতে পড়েছে। ধারাভাষ্য কক্ষে উরুজ মুমতাজ বললেন, ‘তার (আবরার) লেন্সগুলো ফিরিয়ে আনা প্রয়োজন।’

শুধু ফলো অনই নয়, বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংসও চোখ রাঙাচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস ৪৩ রানের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে।

খুররম শেহজাদ ও মীর হামজার তােপে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় কাঁপছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৬ রান।ফলো অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৮৯ রান।

বাংলাদেশের ইনিংসে সর্বশেষ আউট হয়েছেন সাকিব আল হাসান। ১০ বলে ২ রান করে সাকিব আউট হয়েছেন খুররমের বলে। খুররম নিয়েছেন ৪ উইকেট, মীর হামজা নিয়েছেন ২ উইকেট।

ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে জাকিরকে দিয়ে শুরু। এরপর সাদমান ফেরেন অষ্টম ওভারে। একই ওভারে নাজমুলকে ফিরিয়েছেন খুররম শেহজাদ। খুররমের জোড়া আঘাতের পর নবম ওভারের প্রথম বলে মুমিনুলকে মোহাম্মদ আলীর ক্যাচ বানান মীর হামজা। সব মিলিয়ে ১৪ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কা জেগেছে বাংলাদেশের। এই মুহূর্তে ৪ উইকেট হারিয়ে ২৪ রান বাংলাদেশের।

দিনের তৃতীয় ওভারে একপ্রকার ‘জীবন’ই পেয়েছেন জাকির হাসান। কিন্তু পরের ওভারে আর ‘জীবন’ পেলেন না তিনি। দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ১ রান করে।

ইনিংসের প্রথম বলেই ‘জীবন’ পেয়েছিলেন সাদমান ইসলাম। মীর হামজার বলে স্লিপে ক্যাচ ফেলেছিলেন সৌদ শাকিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের ওপেনার। ২৩ বলে ১০ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। ২ উইকেটে ২০ রান করেছে বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি