পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি



 নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার) রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। আজ (শুক্রবার) এর মধ্যে  ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।

 

 এর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফফ মাহামুদের করা পূর্বের করা একটি পোস্ট বাপক ভাবে ছরিয়ে পরে যাতে তিনি সাকিবকে উদ্দেশ্য করে বলেন "সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলে ক্ষ্যাপার কিছু নাই। ও খেললে আমি খেলব না, ও খেললে ক্যাপ্টেন্সি ছাইড়া দিব, এই অপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায়? টিম স্প্রিড থাকে? ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এরকম করলে তারে বাদ দিয়ে রাখতাম আমরা।"



এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন সাকিব দেশে আসার পর তাকে বাদ দেয়া হতে পারে।


Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

অর্ধেক আইপিএল খেলেও আইপিএল ফাইনাল শেষে ১ম স্থানে মুস্তাফিজ