নদীর কুমির ঘুরছে লোকালয়, আতঙ্কে বানভাসীরা

 


ভারতের গুজরাটের বরোদা শহরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভারী বর্ষণের ফলে নদীতে কুমিরের আগমন ঘটেছে এবং শহরের রাস্তায় কুমিরগুলো ঘুরে বেড়াচ্ছে। একাধিক কুমিরের উপস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত; কিছু কুমিরের মুখে মরা জীবজন্তু দেখা গেছে, আবার কিছু কুমির খাবারের খোঁজে ঘোরাফেরা করছে।


গত তিন দিনে রাজ্যটিতে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে গুজরাতে বিশ্বামিত্রিসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। নদীর পানি ঢুকে পড়েছে শহর এবং আশপাশের নিচু এলাকায়। বিশ্বামিত্রি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৯ ফুট ওপরে উঠে গেছে, যার ফলে অনেক কুমিরও লোকালয়ে প্রবেশ করেছে।


বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কুমিরদের ঘোরাফেরার বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, একটি কুমির মুখে মরা কুকুর নিয়ে বরোদার রাস্তায় ঘুরছে, আরেকটি কুমির ভেসে যাওয়া একটি নিচু বাড়ির ছাদে উঠে পড়েছে। বরোদা ও আশপাশের এলাকা থেকে তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা রয়ে গেছেন, তারা বন্যার পাশাপাশি কুমিরের আতঙ্কেও ভুগছেন। 


বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ১৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও গুজরাতের ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা প্রশাসনের উদ্বেগ বৃদ্ধি করেছে।

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি