বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহ দেখিয়ে যা বলেন মুশতাক আহমেদ

 


বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় এখনই শেষ হচ্ছে না। পাকিস্তানে সফল সফরের পর তিনি ছুটিতে গেছেন, কিন্তু খুব বেশি হলে আগামী ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই তার সঙ্গে বিসিবির চুক্তি থাকবে। ওই টুর্নামেন্টের পর তার চুক্তি শেষ হয়ে যাবে। এরপর কে হবেন বাংলাদেশের প্রধান কোচ, তা এখনও অনিশ্চিত।


পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ গত এপ্রিল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই মাসের জন্য বাংলাদেশের স্পিন পরামর্শক হন। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজের জন্য তিনি দিনভিত্তিক চুক্তি করেছিলেন। তবে আসন্ন ভারত সফরে বাংলাদেশ দলের জন্য মুশতাকের উপস্থিতি থাকবে না। যদিও তিনি বর্তমানে বিচ্ছিন্ন থাকছেন, ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চুক্তির ইচ্ছা প্রকাশ করেছেন।


মুশতাক গণমাধ্যমকে জানান, “আগামী তিন মাস আমি পারিবারিক ব্যস্ততার মধ্যে থাকব। আমার মেয়ের বিয়ে সামনে রয়েছে এবং পাকিস্তানে তৃণমূল পর্যায়ে কোচিংয়ের কিছু কাজ রয়েছে। এই চুক্তিগুলো আগেই করা ছিল। আমার এজেন্ট বিসিবির সঙ্গে কথা বলছে। আশা করছি, তিন মাস পর বিসিবির সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে পারব।”


মুশতাককে বাংলাদেশের প্রধান কোচ হওয়ার আগ্রহ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “যদি আমাকে এমন প্রস্তাব দেওয়া হয়, তবে আমি অবশ্যই বিষয়টি বিবেচনা করব। কিন্তু এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমাকে আমার অবস্থাও বিবেচনা করতে হবে। আমি এই দলের সঙ্গে কাজ করে আনন্দিত। ভবিষ্যতে কোনো প্রস্তাব এলে তা ভাবনা-চিন্তা করে দেখব।”

Comments

Popular posts from this blog

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিম ইকবালকে নিয়ে করা পোস্ট ভাইরাল, দেশ জুড়ে তা নিয়ে চলছে তুমুল ঝড়

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

দামি ১টি উপহার দিয়ে মুস্তাফিজকে বিদায় জানালেন ধোনি