৮ ম্যাচে ১৪ উইকেট নেওয়া মুস্তাফিজ গড়লেন নতুন ১টি রেকর্ড
ইন্ডিয়ান প্রিমিয়ার লীলে (আইপিএলে) শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশী তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। প্রথম তিন ম্যাচে সাত উইকেটে শিকার করে লীগে সর্বোচ্চ উইকেটধারীদের তালিকায় ছিলেন শীর্ষে। তবে অবশ্য ১ ম্যাচ খেলতে না পারায় সেই স্থান হারাতে হয় তাকে। তবে আবার মাঠে ফিরেই কলকাতার সাথে দূর্দান্ত বোলিং করে ফিরে পায় সেই স্থান। কলকাতার বিপক্ষে ম্যাচের পর থেকেই যে নিজের সত্তা হারিয়ে ফেলেছেন মুস্তাফিজ। পরের ৩ ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়ে দিয়েছেন ১৪৯ রান। তবে নিজের ৮ম ম্যাচে ফিরেছেন স্বরূপে। ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে এই ৮ ম্যাচের মধ্যেই মুস্তাফিজ গড়েছেন বড় ১টি রেকর্ড। কলকাতার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ ডেথ ওভারের ১২ বলে মধ্যে ৯টি বলই দিয়েছেন ডট। যা এখন পর্যন্ত আইপিএলে কোনো বোলার করে দেখাতে পারেনি।
Comments
Post a Comment