অধিয়ানক থেকে বাদ হার্দিক, নতুন অধিনায়ক নিয়ে টি২০ বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই
অবশেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল টিম ইন্ডিয়া। একদিন বাকি থাকতেই ১৫ সদস্যের দল ঘোষণা করল BCCI। প্রত্যাশামতোই এবার দলে অধিনায়ক রোহিত শর্মা। আর সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাৎপর্যপূর্ণভাবে দলে কামব্যাক করেছেন ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন। এই দু'জনের হাতে থাকছে কিপিংয়ের দায়িত্ব। বোলারদের মধ্যে রয়েছেন তাৎপর্যপূর্ণ নাম।
এবার বিশ্বকাপের দলে তরুণ ও প্রবীণ প্লেয়ারদের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে। তবে এবার কামব্যাক করেছেন যুজবেন্দ্র চাহাল। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলে ব্রাত্য। অবশেষে তাঁর শিকে ছিঁড়ল। তিনি ফিরলেন কুলদীপের সঙ্গে। ফলে কুল-চা জুটিকে এবার দেখা যাবে। শিবম দুবেকেও রাখা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সুযোগ পাননি ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছেন আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। অর্থাৎ, এবার বোলিংয়ে ডান হাতি ও বামহাতি জুটিকে কাজে লাগাবে ভারত। তবে সিরাজের ফর্ম চিন্তায় রাখবে।
ময়াঙ্ক যাদবের উপর ভরসা করা হলেও তাঁকে এখনই সুযোগ দিতে চায় না BCCI। ফিনিশিংয়ে হার্দিক পান্ডিয়ার সঙ্গে রইলেন শিবম দুবে। এরা দু'জনেই বোলিং করতে পারেন। ফলে এদের থেকে একটা বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে রিঙ্কু সিংয়ের সুযোগ হয়নি। এর কারণ অবশ্যই তিনি এবার IPL-এ কম বল খেলেছেন এবং তিনি বোলিংয়ে সাপোর্ট দিতে পারবেন না।
রিজার্ভ প্লেয়ারদের তালিকায় শুভমান গিলকে দেখেও চমকে গিয়েছেন অনেকে। তিনি গত বিশ্বকাপেও প্রথম দলে ছিলেন। তবে এবার তিনি রিজার্ভ দলে রয়েছেন। সবথেকে চমকে দেওয়ার নাম হচ্ছে এখন কেএল রাহুল। তিনি দলের তিন ফর্ম্যাটেই অন্যতম সেরা নাম। কিন্তু তিনি এবার সুযোগই পেলেন না। প্রথম ১৫ জনের দল বাদ দিলেও তাঁকে রাখা হল না রিজার্ভ দলেও। এছাড়াও টানা ফর্মে থাকা রুতুরাজ গায়কোয়াড়কেও সুযোগ দেওয়া হয়নি বিশ্বকাপ দলে।
দেখে নিন বিশ্বকাপের জন্য় ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেট কিপার), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
রিজার্ভ প্লেয়ার- শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান
Comments
Post a Comment