৪৪ ম্যাচ শেষে আর কয়টি উইকেট পেলে পার্পেল ক্যাপ পুনরুদ্ধার করতে পারবেন মুস্তাফিজ



চলমান আইপিএল চলে এসেছে মাঝামাঝি সময়ে। প্রায় প্রতিটি দল খেলে ফেলেছে ৮টি থেকে ৯টি করে ম্যাচ। শেষ হয়ে গেছে আইপিএলের ৪৪টি ম্যাচ। জমে উঠেছে ব্যাটে বলের লড়াই। এবারের আইপিএলে বোলারদের উপর দিয়ে যেন সাইক্লোন বয়ে যাচ্ছে। যেখানে ২৬১ রান করেই ডিপেন্ড করতে পারছেন না বোলাররা। এই ধরনের উইকেটে খেলা কতা যুক্তি যুক্ত তা নিয়েও উঠেছে প্রশ্ন। চলুন দেখে নেয়া যাক ব্যাটিংদের স্বর্গ এবারের আইপিএলে সেরা পাঁচ উইকেট শিকারী বোলারের তালিকা।


সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় দ্বিতীয় স্থান থেকে আবারও শীর্ষে স্থানে উঠে এসেছেন জাসপ্রিত বুমরাহ। আবারও নিয়েছেন পার্পল ক্যাপের দখল। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। যার ফলে দ্বিতীয় স্থানে নেমে গেছেন হার্শাল পাটেল। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।


যুবেন্দ্র চাহালকে সরিয়ে তিন নম্বরে উঠে এসেছেন মুকেশ কুমার। ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। আর এতেই চার নম্বরে নেমে গেছেন যুবেন্দ্র চাহাল। পাঁচ নম্বরে আছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার নটরাজান। ৬ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি। নামতে নামতে ৮ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি। তাইতো পুনরায় পার্পল ক্যাপের দখল নিতে হলে আজ হায়দরাবাদের বিপক্ষে ৩ উইকেট নিতে হবে মুস্তাফিজকে। পুনরায় পার্পেল ক্যাপ মাথায় দিয়ে মাঠে নামার এইটাই শেষ সুযোগ মুস্তাফিজের। কারণ আজকের ম্যাচ শেষ হলে মুস্তাফিজের সামনে আর ১টি ম্যাচ খেলার সুযোগ থাকবে। আজ পার্পেল ক্যাপ অর্জন না করতে পারলে পরে ম্যাচে পার্পেল ক্যাপ পরে মাঠে নামতে পারবেন না মুস্তাফিজ। 

Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি

অর্ধেক আইপিএল খেলেও আইপিএল ফাইনাল শেষে ১ম স্থানে মুস্তাফিজ