৩ বলে ১৯ দেওয়া মুস্তাফিজকে নিয়ে বাধ্য হয়ে যে সিদ্ধান্ত নিলো ধোনিরা

 



সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টে তাদের যাত্রাটা দারুণ হলেও পরবর্তীতে সেই ধারাবাহিক ধরে রাখতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের সর্বশেষ ম্যাচে ২১০ রান করেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে লখনৌর কাছে। এমন পরাজয়ের পর দলে পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। 


আগামী ১ মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজ। ফলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই লড়তে হবে চেন্নাইকে। ফিজ চলে যাওয়ার পর অনেকটা বাধ্য হয়েই দলে পরিবর্তন আনতে হবে চেন্নাইকে। 


দলটির প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক ম্যাচ পরই মুস্তাফিজ চলে যাবে। আমাদের বাধ্য হয়েই আরেকটি পরিবর্তন আনতে হবে। আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি। আমাদের একাধিক ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে, যা কিছুটা উদ্বিগ্নের কারণ। আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে। কয়েকটি ফর্মের কারণে আবার কয়েকটি পরিবর্তন আমরা আনতে বাধ্য হয়েছি।’


চেন্নাই সুপার কিংসের কোচ আরও বলেন, ‘এখানে অনেক চাপ আছে। উপরের দিকে ব্যাট করা মিচেলের জন্য ভালো হবে। নিচে নামিয়ে ঝড়ো ব্যাটিংয়ের দায়িত্ব তাকে দেয়া মনে হয় না ঠিক হবে। এ কারণেই আমরা তাকে উপরে খেলিয়েছি। যেখানে সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে।’

Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি

অর্ধেক আইপিএল খেলেও আইপিএল ফাইনাল শেষে ১ম স্থানে মুস্তাফিজ