ব্রায়ন লারা ৩ জন ক্রিকেটারের নাম জানালেন যারা তার ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙতে পারবে
২০ বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটা নিজের দখলে রেখেছেন ব্রায়ান লারা। এই সময়ের মধ্যে বেশ কয়েক জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ব্যাটসম্যানের অনবদ্য কীর্তির কাছাকাছি পৌঁছেছেন। কিন্তু শেষ পর্যন্ত অধরাই থেকে গেছে তার রেকর্ড। তবে ‘ক্যারিবিয়ান রাজপুত্র’ খ্যাত এই ক্রিকেটার মনে করছেন, তার রেকর্ড ভাঙা পড়তে পারে।
বর্তমান সময়ের ব্যাটসম্যানদের পক্ষে তাকে ছাপিয়ে যাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন লারা। সম্ভাব্য তিন ক্রিকেটারের নামও তিনি উল্লেখ করেছেন যারা তার গড়া ৪০০ রানের চেয়ে বড় ব্যক্তিগত ইনিংস খেলার সামর্থ্য রাখেন। তারা হলেন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মা।
Comments
Post a Comment