আইপিএলে দারুণ শুরু করার পর শেষ তিন ম্যাচে নিজের সত্তা হারিয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। কিন্তু শেষ তিন ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়ে দিয়েছেন ১৪৯ রান। শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টের সাথে শেষ ওভারে মাত্র ৩ বলেই ১৯ রান দিয়ে হয়েছেন ভিলেন। এখন সবার মনে প্রশ্ন হচ্ছে এমন বাজে বোলিং পারফর্ম্যান্সের পরে মুস্তাফিজ তার কোটার বাকি দুটি ম্যাচে একাদশে জায়গা পাবেন। সেই প্রশ্নেরই পরোক্ষ উত্তর টা হয়তো দিয়ে দিলেন ধোনিদের কোচ এরিক সিমন্স। মুস্তাফিজ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান, "মুস্তাফিজ চেন্নাইয়ের উইকেটে ভয়ঙ্কর হতে পারতো। কিন্তু এইটা তার ব্যাড লাক, যা খেলারই একটা অংশ। যে কারোর সাথেই এমনটা হতে পারতো। আশা করি পরের ম্যাচে সে ফিরে আসবে।"
Comments
Post a Comment