অর্ধেক আইপিএল খেলেও আইপিএল ফাইনাল শেষে ১ম স্থানে মুস্তাফিজ

 


লিগ পর্বে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স সেরা সাফল্য নিয়ে আইপিএল শেষ করলো। এবারের আসরের রানবন্যা বইয়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। অপেক্ষা ফুরালো ১০ বছরের। ২০১২ ও ২০১৪ সালের পর তৃতীয় ট্রফি হাতে নিলো কলকাতা।

এবার আইপিএলে মাত্র ১০টি ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। তবে এই দশ ম্যাচেই তুলে নিয়েছেন ১৪ উইকেট। উইকেট শিকারি তালিকায় রয়েছেন ২১ তম স্থানে। তবে এবার আইপিএলে ১টি মেইডেন ওভার দিয়ে বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন প্রথম স্থানে। তাছাড়া সব দেশি বিদেশিদের মধ্যে রয়েছেন ৫ম স্থানে। এছাড়াও এক ইনিংস সর্বোচ্চ ১৬টি ডট বল দিয়ে দেশি বিদেশিদের মধ্যে রয়েছেন ৬ষ্ট স্থানে আর শুধু বিদেশিদের মধ্যে রয়েছেন ১ম স্থানে। সর্বোচ্চ ১৭টি ডট বল করে ১ম স্থানে রয়েছেন মায়াঙ্ক যাদব।

Comments

Popular posts from this blog

বোর্ড কর্তাদের দাঁড়িয়ে পরিচয়পর্ব, ক্রীড়া উপদেষ্টার আচরণ দেখে মিশ্র প্রতিক্রিয়া সমর্থক দের, বিসিবি যা বলছে

পাপনের পদ পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, উল্ট পাল্ট বিসিবি