Posts

Showing posts from April, 2024

মুস্তাফিজের জন্য পার্পেল ক্যাপের সমীকরণ সহজ করে দিলো বুমরাহ

Image
আর মাত্র ১টি ম্যাচ খেলেই বাংলাদেশে ফিরতে হবে মুস্তাফিজকে। তাই সবারই চাওয়া দেশে ফিরার আগে একবারের জন্য হলেও পার্পেল ক্যাপ মাথা আসুক মুস্তাফিজের। আর এই পার্পেল ক্যাপের তালিকায় মুস্তাফিজ রয়েছে ২য় নাম্বার স্থানে। প্রথম স্থানে রয়েছেন বুমরাহ। আজ লখনউ সুপার জায়ান্টে বিপক্ষে বুমরাহ উইকেট না পাওয়ায় মুস্তাফিজের জন্য পার্পেল ক্যাপ অর্জন করা সহজ হয়ে গিয়েছে। মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে আর মাত্র ১টি উইকেট পেলেই পেয়ে যাবে পার্পেল ক্যাপ। ৪৮ ম্যাচ শেষে দুজনই ১৪ উইকেট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে।

১৮ মাস পরে দলে ফেরা সাইফুদ্দিনকে নিয়ে টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড সাজিয়েছে বিসিবি

Image
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল সাজিয়েছে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছে তারা। এরপর দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে তা জানিয়েও দেওয়া হয়েছে। এখন তা আইসিসিতে পাঠানোর অপেক্ষায় আছে। বিভিন্ন সূত্রের বরাতে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপ দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। চোট কাটিয়ে প্রায় ১৮ মাস পর জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আগামী ১ মের মধ্যে আইসিসিতে ১৫ সদস্যের দল পাঠাতে হবে। তবে আগামী ২৪ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। এতে কোনো শর্তের প্রয়োজন হবে না। এদিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দলে মাহমুদউল্লাহ থাকবেন, এটা অনেকটা নিশ্চিতই ছিল। সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ সময় কাটিয়েছেন রিয়াদ। একই ধাঁচে খেলেছেন ডিপিএলেও। গেল মাসে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩১ বলে ৫৪ রানের মারকাটারি এক ইনিংস খেলেন তিনি। অন্যদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ১৭ সদস্যের প্র...

অধিয়ানক থেকে বাদ হার্দিক, নতুন অধিনায়ক নিয়ে টি২০ বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই

Image
অবশেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল টিম ইন্ডিয়া। একদিন বাকি থাকতেই ১৫ সদস্যের দল ঘোষণা করল BCCI। প্রত্যাশামতোই এবার দলে অধিনায়ক রোহিত শর্মা। আর সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাৎপর্যপূর্ণভাবে দলে কামব্যাক করেছেন ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন। এই দু'জনের হাতে থাকছে কিপিংয়ের দায়িত্ব। বোলারদের মধ্যে রয়েছেন তাৎপর্যপূর্ণ নাম। এবার বিশ্বকাপের দলে তরুণ ও প্রবীণ প্লেয়ারদের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে। তবে এবার কামব্যাক করেছেন যুজবেন্দ্র চাহাল। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলে ব্রাত্য। অবশেষে তাঁর শিকে ছিঁড়ল। তিনি ফিরলেন কুলদীপের সঙ্গে। ফলে কুল-চা জুটিকে এবার দেখা যাবে। শিবম দুবেকেও রাখা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সুযোগ পাননি ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছেন আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। অর্থাৎ, এবার বোলিংয়ে ডান হাতি ও বামহাতি জুটিকে কাজে লাগাবে ভারত। তবে সিরাজের ফর্ম চিন্তায় রাখবে। ময়াঙ্ক যাদবের উপর ভরসা করা হলেও তাঁকে এখনই সুযোগ দিতে চায় না BCCI। ফিনিশিংয়ে হার্দিক পান্ডিয়ার সঙ্গে রইলেন শিবম দুবে। এরা দু'জনেই বোলিং করতে পারেন। ফলে এদের...

চেন্নাইয়ের এক নারী ভক্ত মুস্তাফিজের চলে যাওয়া নিয়ে যা বললেন

Image
১লা মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে মুস্তাফিজের আইপিএল জার্নি। চেন্নাই দলে প্রথমবারে মত সুযোগ পেয়ে মুস্তাফিজ তার বোলিং কারিশ্মা দেখিয়ে চেন্নাইয়ের স্টাফ থেকে চেন্নাইয়ের দর্শকদেরও মন জয় করে নিয়েছে। মুস্তাফিজের বিদায় নিয়ে চেন্নাইয়ের এক নারী দর্শক দুঃখ প্রকাশ করে বলেছেন, "আমরা অবশ্যই ফিজকে মিস করবো। চেন্নাই থেকে সাধারণ কোনো প্লেয়ার গেলেও মিস করি, আর মুস্তাফিজ তো চেন্নাইয়ের রকস্টার"

ফিজ নয়, ড্রেসিং রুমে মুস্তাফিজকে কি নামে ডাকে জানালো অধিনায়ক রুতুরাজ

Image
  দেখতে দেখতে শেষ হয়ে গেছে আইপিএলের ৪৬টি ম্যাচ। ৪৬ তম ম্যাচে উড়তে থাকা হায়দ্রাবাদকে টেনে মাটিতে নামিয়ে নিয়ে আসলো টানা দুই ম্যাচ হারা চেন্নাই সুপার কিংস। যাদের কিনা ২৫০ রানের নিচে রান করা স্বভাবে নেই তাদেরকেই ১৩৪ রানে অল আউট করে দিলো চেন্নাই সুপার কিংস। সেই সাথে চেন্নাই পেয়েছে ৭২ রানের বড় ব্যবধানের জয়।  রান বন্যার আইপিএলে শুরু থেকেই ২/৩ ম্যাচ বাদে চেন্নাইয়ের বোলাররা রাজত্ব্য করছে ব্যাটসম্যানদের উপর। তাই তো প্রতি ম্যাচ শেষেই চেন্নাইয়ের ক্যাপটেন প্রশংসায় ভাসান মুস্তাফিজদের। একদিন ম্যাচ শেষে রুতুরাজকে তাদের ড্রেসিং রুমে কে কাকে কি নামে ডাকে জানতে চাওয়া হলে তিনি জানান, তারা ড্রেসিং রুমে পাথিরানাকে বেবি মালিঙ্গা বলে ডাকেন। তাছাড়া মুস্তাফিজকে মুস্তা বা ফিজ বলে ডাকেন।

মুস্তাফিজের অনুরোধে বিসিবি সিদ্ধান্ত পরিবর্তন করে নিলেন নতুন সিদ্ধান্ত

Image
  পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবারের আইপিএল মৌসুম শেষ করবেন মুস্তাফিজুর রহমান। ২ মে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য যেতে হবে বাঁহাতি এই পেসারকে। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাওয়া যাবে না, এমনটা নিশ্চিত করেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। প্রধান নির্বাচক এক ম্যাচের কথা বললেও প্রথম তিন টি-টোয়েন্টির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজকে। জানা গেছে, দেশে ফেরার পর পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শেষ দুই ম্যাচে খেলবেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হান্নান সরকারও।

মুস্তাফিজকে পুরো ৪ ওভার বোলিং না দেওয়ার কারণ জানালেন রুতুরাজ গায়কোয়াড়

Image
আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭৮ রানের দাপুটে জয় পেয়েছে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২১২ রানের বিশাল পুঁজি পায় চেন্নাই। জবাবে ৭ বল আগেই ১৩৪ রানে অল আউট হয়ে যায় প্যাট কামিন্সের দল। এই জয়ে হায়দরাবাদকে সরিয়ে টেবিলের তিনে উঠে এলো চেন্নাই। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচে সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। চলতি আইপিএলে ব্যাটে ঝড় তোলা অজি ওপেনার ট্রাভিস হেড ফেরেন মাত্র ১৩ রান করেই। হায়দরাবাদের আরেক ওপেনার অভিষেক শর্মাও এদিন ব্যর্থ হয়েছেন। দেশপান্ডের বলে মিচেলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ১৫ রানে। মাকরাম, ক্লাসেন এবং রেড্ডি চেষ্টা করেও দলকে বেশিদূর নিয়ে যেতে পারেনি। দক্ষিণ আফ্রিকার দুই মারকুটে ব্যাটসম্যান মাকরাম ও ক্লাসেন ফেরেন যথাক্রমে ৩২ ও ২০ রানে। বাকিদের মধ্যে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়ক প্যাট কামিন্স ৭ বলে মাত্র ৫ রান করে ফেরেন। এদিন বোলিংয়ে উজ্জ্বল ছিলেন তুষার দেশপান্ডে। ৩ ওভার বোলিং করে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মুস্তাফিজও দারুণ বোলিং করেছেন। ২.৫ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়াও পাথিরানাও পেয়...

২ উইকেট নিয়ে পার্পেল ক্যাপের তালিকায় বড় লাফ দিলেন মুস্তাফিজ, ৮ নাম্বার স্থান থেকে এখন কত নাম্বারে স্থানে মুস্তাফিজ?

Image
 দেখতে দেখতে শেষ হলো আইপিএলের ৪৬ তম ম্যাচ। আজ হায়দ্রাবাদকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে মুস্তাফিজের চেন্নাই। এদিন মুস্তাফিজ মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। ২ উইকেট নেওয়ার সাথে সাথে মুস্তাফিজ শীর্ষ উইকেট শিকারী তালিকায় ৮ নাম্বার স্থান থেকে উঠে এসেছে ২ নাম্বার স্থানে। মুস্তাফিজের সমান উইকেট নিয়ে প্রথম স্থানে আছেন বুমরাহ এবং তৃতীয় স্থানে আছেন হার্শল প্যাটেল।

১৭ জনের প্রাথমিক স্কোয়াড থেকে যে ২ জনকে বাদ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি

Image
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফউদ্দিন ছাড়াও দলে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব। এ দুজনকে রেখে রবিবার সন্ধ্যায় জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগের ১৭ জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছে হাসান মাহমুদ ও সৌম্য সরকার। প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত দলে নেই মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ফিরেছেন পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম। বাদ পড়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও নাঈম শেখ। এদিকে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিম। চোটের কারণে নেই সৌম্য সরকার। আগামী ৩ মে চট্টগ্রামে শুরু হবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে ও শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। একনজরে দুই দলের স্কোয়াড বাংলাদেশ (১ম তিন ম্যাচ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন...

মুস্তাফিজের অনুরোধে বিসিবি বাধ্য হয়ে নিলেন নতুন সিদ্ধান্ত

Image
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবারের আইপিএল মৌসুম শেষ করবেন মুস্তাফিজুর রহমান। ২ মে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য যেতে হবে বাঁহাতি এই পেসারকে। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাওয়া যাবে না, এমনটা নিশ্চিত করেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। প্রধান নির্বাচক এক ম্যাচের কথা বললেও প্রথম তিন টি-টোয়েন্টির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজকে। জানা গেছে, দেশে ফেরার পর পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শেষ দুই ম্যাচে খেলবেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হান্নান সরকারও।

রশিদ খানের ৫ বলে ২৮ রান নিয়ে ১১ বলে ৫২ করলেন উইল জ্যাকস

Image
আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ছয় ম্যাচ পর জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার গুজরাট টাইটান্সকে উড়িয়ে দিলো তারা। উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে ২৪ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে বেঙ্গালুরু। ওপেনার ঋদ্ধিমান সাহা (৫) ইনিংসের ষষ্ঠ বলে আউট হন। অধিনায়ক শুবমান গিল ব্যাট হাতে আবারও ব্যর্থ। দিল্লির বিপক্ষে আগের ম্যাচে ৫ রান করেছিলেন। বেঙ্গালুরু তাকে ফেরালো ১৬ রানে। ৪৫ রানে ২ ওপেনারের বিদায়। এরপর সাই সুদর্শন ও মাসুদ শাহরুখ খানের ৮৬ রানের জুটিতে স্বস্তি খুঁজে পায় গুজরাট। ২৪ বলে ৩ চার ও ৫ ছয়ে টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি পান শাহরুখ। ১৫তম ওভারের প্রথম বলে তিনি থামেন মোহাম্মদ সিরাজের কাছে। ৩০ বলে ৫৮ রান করে বোল্ড হন শাহরুখ। সাই ৩৪ বলে টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেন। তার সঙ্গে ডেভিড মিলার ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইনিংস শেষ করেন। ৪৯ বলে ৮ চার ও ৪ ছয়ে ৮৪ রানে অপরাজিত ছিলেন সাই। ১৯ বলে ২৬ রান আসে মিলারের ব্যাটে। ৩ উইকেট হারিয়ে গুজরাট করে ২০০ রান। জবাব দিতে নেমে বেঙ্গালুরুর দারুণ শুরু হয় ফাফ ডু প্লেসির ঝড়ে। চতুর্থ ওভার শেষ হওয়ার এক বল আগে তিনি ব...

৩৭ মিনিটের লাইভে শাকিবকে সরাসরি দেখিয়ে দিলেন অপু বিশ্বাস

Image
অপু বিশ্বাস নামটি শুনলেই যেন বাংলা ছবির নায়িকার কথা মনে পড়ে যায়। এক সময়কার খুব জনপ্রিয় বাংলা ছবির নায়িকা ছিলেন এই অভিনেত্রী যার নাম অপু বিশ্বাস। তিনি প্রথম দিক দিয়ে হিন্দু থাকলেও বর্তমান সময়ে তিনি মুসলিম হয়ে গিয়েছ। কারণ শাকিব খান যখন অপু বিশ্বাসকে বিবাহ করেন তখন শাকিব খান অপু বিশ্বাসকে হিন্দু থেকে মুসলমান বানিয়ে তারপর বিয়ে করেন। তবে শাকিব খান বিয়ে করলেও তাদের মধ্যে এখন আর বেশি একটা মিল দেখা যায় না কারণ শাকিব খান দুইটি বিয়ে করেছে। প্রথম স্ত্রীর নাম অপু বিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রীর নাম বুবলি চৌধুরী। দুইটি বিয়ে করার কারণে শাকিব খানের সমস্যা যেন কোন ভাবে শেষ হচ্ছে না। একের পর এক সমস্যা যেন সামনে চলে আসছে। তবে অনেকে বলাবলি করছে অপু বিশ্বাসের বয়সের কারণে শাকিব খান অপু বিশ্বাসকে এখন আর পছন্দ করেন না।  সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে অপু বিশ্বাস ৩৭ মিনিটের মত লাইভ করেছেন শাকিব খানের সাথে। সেই লাইভে অপু বিশ্বাস সরাসরি মেকাপ ছাড়া এসে তার আসল ফেস দেখিয়েছেন। অপু বিশ্বাসের মেকআপ ছাড়া ছবিটি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে কারণ অপু বিশ্বাস এর আগে কখনোই লাইভে সরাসরি এসে মেকআপ...

মুস্তাফিজ আজ কত উইকেট নিবে তার ভবিষ্যদ্বাণী দিলো ধোনিরা

Image
৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী এখন মুস্তাফিজ। পার্পেল ক্যাপের লড়াইয়ে মুস্তাফিজের অবস্থান এখন আট নাম্বার স্থানে। তবে প্রথম স্থানে থাকা বুমরাহ ও মুস্তাফিজের উইকেটের পার্থক্য মাত্র ২ উইকেটের। আজ হায়দ্রাবাদের বিপক্ষে ৩ উইকেট নিতে পারলেই আবারও শীর্ষে উঠে যাবেন তিনি। আর এইটাই মুস্তাফিজের কাছ থেকে চায় চেন্নাই দল। চেন্নাইয়ের ফেসবুকে পেজে মুস্তাফিজকে নিয়ে দেওয়া পোস্টের কমেন্ট বক্সে চেন্নাই কমেন্ট করে জানিয়েছেন যে মুস্তাফিজ আজ ৩ উইকেট নিয়ে আবার পার্পেল ক্যাপ নিজের করে নিবে।

ধোনিদের কাছ থেকে বিশেষ সম্মান পেলেন মুস্তাফিজ

Image
চলমান আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল মুস্তাফিজের। ফলস্বরূপ ইতোমধ্যেই চেন্নাইয়ের মধ্যমণি  হয়ে উঠেছেন ফিজ। যার জন্য কিছুদিন পূর্বেই মুস্তাফিজকে বাংলা লায়ন বলে অ্যাখ্যায়িত করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে এবার মুস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের ছবির সঙ্গে মিল রেখে তার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে মুস্তাফিজকে বিশেষ সম্মাননা দিয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়নরা। মূলত, প্রয়াত মাইকেল জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে চেন্নাই। তার সঙ্গে মিলিয়েছে মুস্তাফিজের বোলিং অ্যাকশন। নিজের বিখ্যাত গান ‘স্মুথ ক্রিমিনাল’-এর পারফরম্যান্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন। গোড়ালির ওপর ভর করে সামনের দিকে প্রায় ৪৫ ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন। এমন অসম্ভব মুদ্রা তিনি কীভাবে রপ্ত করেছেন সেটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে। এদিকে মুস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তার সাফল্যের কারণ হোক সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই। শুধু ছবিই নয়, জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির দুটি ল...

টি২০ ক্রিকেটে এক মাত্র বোলার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন শাহীন শাহ আফ্রিদি

Image
রোমাঞ্চ ছড়িয়ে শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়েছে পাকিস্তান। বাবর আজমের ফিফটি ও শাহীন শাহ আফ্রিদির ৪ উইকেট শিকারের দিনে কষ্টেসৃষ্টে জয় পেতে হয়েছে স্বাগতিকদের, ফলে ড্র হয়েছে সিরিজ।  লাহোরে খেলতে নামার আগে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে ছিল পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও দুইশ পেরোয়নি স্কোর। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১৭৮ রান। ১৭৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শাহীন শাহ আফ্রিদির বোলিং তান্ডবে ১৬৯ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। এদিন শাহীন শাহ আফ্রিদি গড়েন এক বিশ্বরেকর্ড। স্বীকৃত টি২০ ক্রিকেটে বিশ্বের এক মাত্র বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে ৫০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের এই বাহাতি ফাস্ট বোলার। 

৮ ম্যাচে ১৪ উইকেট নেওয়া মুস্তাফিজ গড়লেন নতুন ১টি রেকর্ড

Image
ইন্ডিয়ান প্রিমিয়ার লীলে (আইপিএলে) শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশী তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। প্রথম তিন ম্যাচে সাত উইকেটে শিকার করে লীগে সর্বোচ্চ উইকেটধারীদের তালিকায় ছিলেন শীর্ষে। তবে অবশ্য ১ ম্যাচ খেলতে না পারায় সেই স্থান হারাতে হয় তাকে। তবে আবার মাঠে ফিরেই কলকাতার সাথে দূর্দান্ত বোলিং করে ফিরে পায় সেই স্থান। কলকাতার বিপক্ষে ম্যাচের পর থেকেই যে নিজের সত্তা হারিয়ে ফেলেছেন মুস্তাফিজ। পরের ৩ ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়ে দিয়েছেন ১৪৯ রান। তবে নিজের ৮ম ম্যাচে ফিরেছেন স্বরূপে। ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে এই ৮ ম্যাচের মধ্যেই মুস্তাফিজ গড়েছেন বড় ১টি রেকর্ড। কলকাতার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ ডেথ ওভারের ১২ বলে মধ্যে ৯টি বলই দিয়েছেন ডট। যা এখন পর্যন্ত আইপিএলে কোনো বোলার করে দেখাতে পারেনি।

৪৪ ম্যাচ শেষে আর কয়টি উইকেট পেলে পার্পেল ক্যাপ পুনরুদ্ধার করতে পারবেন মুস্তাফিজ

Image
চলমান আইপিএল চলে এসেছে মাঝামাঝি সময়ে। প্রায় প্রতিটি দল খেলে ফেলেছে ৮টি থেকে ৯টি করে ম্যাচ। শেষ হয়ে গেছে আইপিএলের ৪৪টি ম্যাচ। জমে উঠেছে ব্যাটে বলের লড়াই। এবারের আইপিএলে বোলারদের উপর দিয়ে যেন সাইক্লোন বয়ে যাচ্ছে। যেখানে ২৬১ রান করেই ডিপেন্ড করতে পারছেন না বোলাররা। এই ধরনের উইকেটে খেলা কতা যুক্তি যুক্ত তা নিয়েও উঠেছে প্রশ্ন। চলুন দেখে নেয়া যাক ব্যাটিংদের স্বর্গ এবারের আইপিএলে সেরা পাঁচ উইকেট শিকারী বোলারের তালিকা। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় দ্বিতীয় স্থান থেকে আবারও শীর্ষে স্থানে উঠে এসেছেন জাসপ্রিত বুমরাহ। আবারও নিয়েছেন পার্পল ক্যাপের দখল। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। যার ফলে দ্বিতীয় স্থানে নেমে গেছেন হার্শাল পাটেল। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। যুবেন্দ্র চাহালকে সরিয়ে তিন নম্বরে উঠে এসেছেন মুকেশ কুমার। ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। আর এতেই চার নম্বরে নেমে গেছেন যুবেন্দ্র চাহাল। পাঁচ নম্বরে আছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার নটরাজান। ৬ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি। নামতে নামতে ৮ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফ...

চেন্নাইয়ের কোচ মুস্তাফিজকে দলের মূল বোলার আখ্যা দিয়ে জানালেন মুস্তাফিজ আজ একাদশে থাকবেন কিনা

Image
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজের বোলিং দক্ষতা দিয়ে অল্প সময়েই চেন্নাইয়ের কোচিং স্টাফ, সমর্থক এবং নিজের সতীর্থদের মন জয় করে নিয়েছেন মুস্তাফিজ। প্রশংসা কুড়িয়েছেন সকলের কাছ থেকেই।     আইপিএলে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ আজ ২৮ এপ্রিল। দারুণ ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। খেলা হবে চিপকের চিদাম্বরাম স্টেডিয়ামে। চিপকের উইকেট মুস্তাফিজের জন্য বরাবরই ফেবারিট। তার হাতের মায়াবি কাটার সবচেয়ে ভালোভাবে কাজ করে এই চিপকেই। ফলে হায়দরাবাদের রান মেশিনকে আটকাতে হয়ত মুস্তাফিজের উপরই আরও একবার বেশি ভরসা করতে যাচ্ছে চেন্নাই। ঠিক তেমনটাই ইঙ্গিত দিলেন চেন্নাইয়ের কোচ। ম্যাচের আগের দিন অনুশীলনের মাঝে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন চেন্নাইয়ের ফিল্ডিং কোচ রাজিব কুমার। চিপকের বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে রাজিব বলেন, ‘সে (মুস্তাফিজ) খুবই ভালো করছে। সে দারুণ দক্ষ একজন বোলার। একাদশ আসলে আগামীকাল নির্ধারণ করা হবে। তবে সে আমাদের মূল বোলারদের একজন।’ রাজিব আরও বলেন, ‘সে (মু...

এক রুমে ৫ জনের সঙ্গে ছিলেন নেহা

Image
বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্ম তার। ছোটবেলা থেকেই পারিবারিক দুর্দশা, কষ্টে বেড়ে উঠতে হয়েছে তাকে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই দিনগুলোর গল্প বলেছেন নেহা। নিম্নবিত্ত পরিবারের সাধারণ মেয়ে ছিলেন এই সংগীতশিল্পী। অভাবের মধ্য দিয়েই কেটেছে শৈশব। বাবার সঙ্গে জাগরণে যাওয়ার স্মৃতি আজও মনে পড়ে নেহার। প্লেব্যাক সিঙ্গার সোনু কক্করের ছোট বোন তিনি। তাদের একজন ভাইও রয়েছে, যার নাম টনি কক্কর। তিনি নিজেও গায়ক। শৈশবেই রোজগারের জন্য পরিবারসহ দিল্লিতে চলে যান নেহা। একরুমে দুই ভাইবোন এবং বাবা-মায়ের সঙ্গে মোট পাঁচজনে মিলে থাকতেন। অর্থকষ্টে এর চেয়ে দামি ঘর ব্যবস্থা করা সম্ভব ছিল না তাদের জন্য। দিল্লির উত্তম নগরের নিউ হলি পাবলিক স্কুলে পড়াশোনা করেন নেহা। গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। একাদশ শ্রেণিতে পড়ার সময়ে রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সিজন ২-এ প্রতিযোগী হিসাবে উপস্থিত হন। এরপরই বদলে যেতে শুরু করে নেহার জীবন। ডাক পেয়ে যান বলিউডে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক গানে জনপ্রিয়তা পেয়ে যান ভারতজুড়ে। এসবের মাঝেও পুরোনো স্মৃতি আজও ভোলেননি নেহা। গত বছর ই...

হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন বিরাট কোহলি

Image
  চলমান আইপিএলে দুর্দান্ত বল করছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে শুরু থেকে এখন পর্যন্ত দারুন ছন্দে আছেন তিনি। তবে শেষ কয়েকটি ম্যাচে একটু বাজে বোলিং করেছেন তিনি। তবে সব মিলিয়ে উড়ন্ত ফর্মে আছেন এই পেসার। চেন্নাই সুপার কিংসের হয়ে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নাম মুস্তাফিজ। প্রথম ম্যাচেই ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এই ৪ উইকেটের মধ্যে দুটি কোহলি ও ডুপ্লেসির। এই ম্যাচে ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার হন তিনি। পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে চেন্নাই। এই ম্যাচে ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। তবে দিল্লির বিপক্ষে ম্যাচে ভালো কিছু করতে পারেননি ফিজ। ৪ ওভার বল করে ৪৭ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। তবে কলকাতার বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ান ফিজ। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। লাখনৌর বিপক্ষে লিগের প্রথম ম্যাচেও ভালো করতে পারেনি ফিজ। ৪৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। লিগের দ্বিতীয় ম্যাচেও লাখনৌর বিপক্ষে ভালো কিছু করতে পারেননি ফিজ। শেষ ওভারে ৩ বলে ১৯ রানে দিয়ে দলের হার নিশ্চিত করেন তিনি। এখন পর্যন্ত ৭ ম্যাচ খ...

মিরাজের দল থেকে বাদ দেওয়ার বিষয়ে জানতেন না পাপন, অবশেষে নিজে মুখে মিরাজকে নিয়ে দিলেন সুখবর

Image
এবার দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। আগামী জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছেন নির্বাচক প্যানেল। এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ধারণা করা হচ্ছে, আসন্ন বৈশ্বিক মহারণ থেকেও বাদ পড়তে যাচ্ছেন তিনি। তবে ঠিক কী কারণে অভিজ্ঞ মিরাজকে বিবেচনায় নেওয়া হয়নি, সেটি নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন মিরাজকে যেকোনো সময় দলে নেওয়া হতে পারে। পাপনের ভাষ্যমতে, আমি জানতাম না। কিন্তু এখানে বেসিক জিনিসটা হচ্ছে, তারা যখন দলটা নির্বাচন করে, আপনি এখন এখানে কার কথা বলবেন, ১৫ জনের দলে বা ১৭ জনের দলের মধ্যে খেলবে কিন্তু ১১ জন। এই ১১ জন যখন আপনারা ঠিক করেন, আপনাদেরই যদি প্রশ্ন করি বলবেন, এখানে বাকিরা খেলবে না। এখন আপনি কি মনে করেন মিরাজের মত ছেলেকে না খেলিয়ে বসিয়ে র...

ব্রায়ন লারা ৩ জন ক্রিকেটারের নাম জানালেন যারা তার ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙতে পারবে

Image
২০ বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটা নিজের দখলে রেখেছেন ব্রায়ান লারা। এই সময়ের মধ্যে বেশ কয়েক জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ব্যাটসম্যানের অনবদ্য কীর্তির কাছাকাছি পৌঁছেছেন। কিন্তু শেষ পর্যন্ত অধরাই থেকে গেছে তার রেকর্ড। তবে ‘ক্যারিবিয়ান রাজপুত্র’ খ্যাত এই ক্রিকেটার মনে করছেন, তার রেকর্ড ভাঙা পড়তে পারে। বর্তমান সময়ের ব্যাটসম্যানদের পক্ষে তাকে ছাপিয়ে যাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন লারা। সম্ভাব্য তিন ক্রিকেটারের নামও তিনি উল্লেখ করেছেন যারা তার গড়া ৪০০ রানের চেয়ে বড় ব্যক্তিগত ইনিংস খেলার সামর্থ্য রাখেন। তারা হলেন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মা।

মুস্তাফিজের শেষ ২ ম্যাচের আগেই মুস্তাফিজকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো চেন্নাই

Image
সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টে তাদের যাত্রাটা দারুণ হলেও পরবর্তীতে সেই ধারাবাহিক ধরে রাখতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের সর্বশেষ ম্যাচে ২১০ রান করেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে লখনৌর কাছে। এমন পরাজয়ের পর দলে পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।  আগামী ১ মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজ। ফলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই লড়তে হবে চেন্নাইকে। মুস্তাফিজ চলে গেলে চেন্নাইয়ের খারাপ লাগবেও বলে জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ। তাই কিছুটা বাধ্য হয়েই মুস্তাফিজের শেষ ২ ম্যাচের আগে থেকেই বিকল্প বোলার খুজতে শুরু করেছে চেন্নাই । দলটির প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক ম্যাচ পরই মুস্তাফিজ চলে যাবে। আমাদের বাধ্য হয়েই আরেকটি পরিবর্তন আনতে হবে। আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি। আমাদের একাধিক ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে, যা কিছুটা উদ্বিগ্নের কারণ। আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে। কয়েকটি ফর্মের কারণে আবার কয়...

টি২০ ক্রিকেটে ১ ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লো কলকাতা পাঞ্জাব

Image
  সুনীল নারিন এবং ফিল সল্টের ঝড়ে স্কোরবোর্ডে ২৬১ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই লক্ষ্যকেও ৮ বল হাতে রেখে অতিক্রম করে ফেলল পাঞ্জাব কিংস। জনি বেয়ারস্টোর সেঞ্চুরি, প্রভসিমরান সিং ও শশাঙ্ক সিংয়ের ঝড়ো দুটি হাফ সেঞ্চুরিতে আট উইকেটে জিতেছে পয়েন্ট টেবিলের আট নম্বরে ওঠা দলটি। ৪২ ছক্কার ম্যাচটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড গড়েছে আইপিএলে কখনোই শিরোপা না জেতা পাঞ্জাব কিংস। তাছাড়া যেকোনো টি২০ ক্রিকেটে এক ম্যাচে ৪২টি ছক্কারও রেকর্ড গড়ছে দুই দল মিলে।  টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণভাবে করে কলকাতা। মাত্র ১০.২ ওভারে ১৩৮ রানের ওপেনিং জুটি গড়ে দলটি। ৩২ বলে নয়টি চার ও চারটি ছক্কায় ৭১ রানের দারুণ একটি ইনিংস খেলেন নারিন। রাহুল চাহারের বলে নারিন ফেরার কিছুক্ষণ পর ফিরে যান সল্টও। স্যাম কারানের বলে বোল্ড হওয়ার আগে ৩৭ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কায় ৭৫ রান আসে তার ব্যাটে। ১৬৩ রানে সল্টের উইকেট হারানোর পর ভেঙ্কটেশ আইয়ার ও আন্দ্রে রাসেলের ব্যাটে এগিয়ে যেতে থাকে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা দলটি। দলকে দুইশ পাড় করানোর ওর ফিরে যান রাসেলও। ১২ বলে ২৪ রান আসে তার ব্যাটে...

ভারতে বসেই জালাল ইউনুসের কথার উচিত জবাব দিলেন মুস্তাফিজ

Image
  মুস্তাফিজের আইপিএলে খেলার ছাড়পত্রের মেয়াদ বাড়ানোর বিষয়ে জালাল ইউনুস বলেছিলেন আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নাই। বরং মুস্তাফিজের কাছ থেকে আইপিএলের বোলাররা শিখছেন। আরও মুস্তাফিজ আইপিএলে খেললে আমাদের কোনো লাভ নেই। তবে মুস্তাফিজ এক ভিডিও বার্তায় জানান যে, আইপিএলে বিশ্বের সকল বড় বড় প্লেয়াররা খেলেন। আইপিএলে ভাল করতে পারলে বিশ্বের যেকোনো জায়গায় খেলাটা সহজ হয়ে যায়। তাছাড়া ধোনি ও ব্রাভোর দেওয়া ছোট ছোট টিপস মুস্তাফিজের অনেক কাজে লাগছে বলে জানিয়েছেন তিনি।

৩ ম্যাচে ১৪৯ রান দেওয়া মুস্তাফিজ পরের ম্যাচে একাদশে থাকবে নাকি তা সরাসরি জানিয়ে দিলো ডোয়াইন ব্রাভো

Image
  আইপিএলে দারুণ শুরু করার পর শেষ তিন ম্যাচে নিজের সত্তা হারিয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। কিন্তু শেষ তিন ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়ে দিয়েছেন ১৪৯ রান। শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টের সাথে শেষ ওভারে মাত্র ৩ বলেই ১৯ রান দিয়ে হয়েছেন ভিলেন। এখন সবার মনে প্রশ্ন হচ্ছে এমন বাজে বোলিং পারফর্ম্যান্সের পরে মুস্তাফিজ তার কোটার বাকি দুটি ম্যাচে একাদশে জায়গা পাবেন। সেই প্রশ্নেরই পরোক্ষ উত্তর টা হয়তো দিয়ে দিলেন ধোনিদের বোলিং কোচ ব্রাভো। মুস্তাফিজ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান, "মুস্তাফিজ চেন্নাইয়ের উইকেটে ভয়ঙ্কর হতে পারতো। কিন্তু এইটা তার ব্যাড লাক, যা খেলারই একটা অংশ। যে কারোর সাথেই এমনটা হতে পারতো। আশা করি পরের ম্যাচে সে ফিরে আসবে।"

২১ বলে ৫১ রান দেওয়া সেই ম্যাচের পর মুস্তাফিজকে নতুন নাম দিলো ধোনিরা

Image
চলমান আইপিএলে দল পাওয়া নিয়ে ছিল শঙ্কা। পরবর্তীতে বিকল্প হিসেবে দল পেলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল কম। তবে পাথিরানার ইঞ্জুরি যেন ভাগ্যের চাকা ঘোরায় বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। একাদশে সুযোগ পেয়েই চলতি আসরের শুরু থেকেই বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন দ্য ফিজ। তারই ধারাবাহিকতায় এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও শীর্ষের দিকে রয়েছেন তিনি। তবে শেষ কয়েক ম্যাচে ছন্দপতন হয়েছে তার। যদিও এখন পর্যন্ত ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জয়ের দৌড়ে শীর্ষের দিকে আছেন এ টাইগার পেসার। যদিও টানা কয়েক ম্যাচে বাজে পারফরম্যান্সের মধ্যে রয়েছেন মুস্তাফিজ। সে ম্যাচে ৩ ওভার ৩ বলে ৫১ রান দিয়েছে। হয়েছেন ম্যাচ হারের ভিলেন।  তারপরও তার ওপর ভরসা রাখছে চেন্নাই। প্রমাণ হিসেবে বলা যায়, তাকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আইপিএলের সর্বোচ্চ শিরোপাজয়ীরা। সেখানে ক্যাপশনে কাটার মাস্টারের নতুন নাম দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। সেখানে মুস্তাফিজকে ‘বাংলা লায়ন’ বা বাংলার সিংহ বলে আখ্যায়িত করেছে চেন্নাই। চেন্নাইয়ের জার্সিতে আইপিএলের শুরু থেকেই খেলার স্বপ্ন দেখতেন মুস্তাফিজ। অবশেষে এবা...

টি২০ বিশ্বকাপের আগে বিসিবি খুজে পেলো বলে বলে ছক্কা হাকনো বাংলার রোহিত শর্মাকে

Image
বাবা-চাচাদের ক্রিকেট খেলা দেখে বড় হয়েছেন তিনি। বাবা জাহাঙ্গীর আলম ও চাচা জুয়েল হোসেন মনা দুজনই বাংলাদেশের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন। আরেক চাচা সোহেল হোসেন পাপ্পু জাতীয় দলে সুযোগ না পেলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। এমন পরিবারের সন্তানের ক্রিকেটার না হয়ে উপায় আছে! বাবা-চাচাদের দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনে নেন হৃদয়ে। তাই তো একদম ছোট্টবেলায় নারায়ণঞ্জ ক্রিকেট অ্যাকাডেমিতেই ক্রিকেটের হাতেখড়ি হয়ে যায় এই ওপেনারের। কথা বলছি বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের হয়ে মাঠ কাপানো জিসান আলমের। ওপেনিংয়ে নেমেই শুরু থেকে ভয়ডরহীন ভাবে কব্জির জোড়ে বড় বড় ছক্কা হাকানোর সামর্থ্য থাকায় অনেকে আবার তাকে ডাকেন  বাংলার রোহিত শর্মা বলে। রোহিতের স্টাইল যেনো ফলো করে বড় হয়েছেন তিনি। রোহিতের মত ব্যাটিং স্টাইল, রোহিতের মত শুরু থেকে দ্রুত গতিতে রান তোলার অভ্যাস, সবই যেনো কানায় কানায় পূর্ন জিসান আলমের ভিতরে। ওয়ানডে ম্যাচকে যেনো টি২০ বানিয়ে খেলা তার অভ্যাস। যখনই ব্যাটিং করে স্টাইক রেট থাকে ১২০ এর উপরে। খেলেছেন অনুর্ধ্ব ১৪ থেকে শুরু করে অনুর্ধ্ব ১৯ দলের হয়ে। শেষ অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের অন্যতম কারিগড়ও ছিলেন তিনি...

অবশেষে প্রতীক্ষিত সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

Image
চলমান দীর্ঘ তাপপ্রবাহ দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে বহু প্রতীক্ষার সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর। মে মাসের শুরু থেকেই দেশজুড়ে বৃষ্টি নামবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। স্বস্তির সে বৃষ্টিতেই কমবে গরমের তীব্রতা। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, চলমান তাপদাহ এপ্রিলের বাকিটা জুড়ে চলবে। ঢাকাসহ তাপদাহ চলমান এলাকাগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। তবে, মে মাসের প্রথম দিন থেকেই দেশের আকাশে মেঘের উপস্থিত বাড়বে। ২ মে থেকে পরবর্তী কয়েকদিন সারাদেশেই বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হবে। এতে গরমের তীব্রতা অনেকটাই কমে আসবে।  আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চলমান হিট অ্যালার্ট ২৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে এবং তা বাড়তে পারে মে মাস পর্যন্ত।  গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল ঢাকায় দিনের তাপমাত্রা ওঠে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি।  আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, চলতি মাসের বাকি দিনগ...

রাউন্ড দ্য উইকেটে বোলিং করে ৩ বলে ১৯ রান, মুস্তাফিজকে এইভাবে বোলিং করার সিদ্ধান্ত কে দিয়েছিল জানালো ব্রাভো

Image
    শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল লখনৌয় সুপার জায়ান্টের। কঠিন এই লক্ষ্যটা সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। আর এটা সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ে। শেষ ওভারে ১৭ রান আটকাতে এসে ৩ বলে ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতে চিপাক স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিতল লখনৌ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের দল। ব্যাট হাতে লখনৌয়ের ম্যাচ জয়ের নায়ক স্টয়নিস। ১৩ চার ও ৬ ছক্কায় ৬৩ বলে ১২৪ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন এই অজি অলরাউন্ডার। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার। তবে মুস্তাফিজ শেষ ওভারের ১ম তিন বল রাউন্ড দ্য উইকেটে বোলিং করেছেন যেখানে মুস্তাফিজ সব সময় ওভার দ্য উইকেট বোলিং করে ডেথ ওভারে ভাল রেসাল্ট নিয়ে আসে। তবে চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো বলেছেন দলের প্লানিং অনুযায়ী মুস্তাফিজ শেষ ওভারে বোলিং করেছে। 

রাউন্ড দ্য উইকেটে বোলিং করে ৩ বলে ১৯ রান, মুস্তাফিজকে এইভাবে বোলিং করার সিদ্ধান্ত কে দিয়েছিল জানালো ব্রাভো

Image
   শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল লখনৌয় সুপার জায়ান্টের। কঠিন এই লক্ষ্যটা সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। আর এটা সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ে। শেষ ওভারে ১৭ রান আটকাতে এসে ৩ বলে ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতে চিপাক স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিতল লখনৌ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের দল। ব্যাট হাতে লখনৌয়ের ম্যাচ জয়ের নায়ক স্টয়নিস। ১৩ চার ও ৬ ছক্কায় ৬৩ বলে ১২৪ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন এই অজি অলরাউন্ডার। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার। তবে মুস্তাফিজ শেষ ওভারের ১ম তিন বল রাউন্ড দ্য উইকেটে বোলিং করেছেন যেখানে মুস্তাফিজ সব সময় ওভার দ্য উইকেট বোলিং করে ডেথ ওভারে ভাল রেসাল্ট নিয়ে আসে। তবে চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো বলেছেন দলের প্লানিং অনুযায়ী মুস্তাফিজ শেষ ওভারে বোলিং করেছে। 

৩ ম্যাচে ১৪৯ রান দেওয়া মুস্তাফিজকে পরের ম্যাচে খেলাবে নাকি জানালো ধোনিরা

Image
  আইপিএলে দারুণ শুরু করার পর শেষ তিন ম্যাচে নিজের সত্তা হারিয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। কিন্তু শেষ তিন ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়ে দিয়েছেন ১৪৯ রান। শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টের সাথে শেষ ওভারে মাত্র ৩ বলেই ১৯ রান দিয়ে হয়েছেন ভিলেন। এখন সবার মনে প্রশ্ন হচ্ছে এমন বাজে বোলিং পারফর্ম্যান্সের পরে মুস্তাফিজ তার কোটার বাকি দুটি ম্যাচে একাদশে জায়গা পাবেন। সেই প্রশ্নেরই পরোক্ষ উত্তর টা হয়তো দিয়ে দিলেন ধোনিদের কোচ এরিক সিমন্স। মুস্তাফিজ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান, "মুস্তাফিজ চেন্নাইয়ের উইকেটে ভয়ঙ্কর হতে পারতো। কিন্তু এইটা তার ব্যাড লাক, যা খেলারই একটা অংশ। যে কারোর সাথেই এমনটা হতে পারতো। আশা করি পরের ম্যাচে সে ফিরে আসবে।"

টি২০ স্টাইলে ব্যাটিং করে বিসিবি উচিত জবাব দিলো মেহেদী হাসান মিরাজ

Image
  ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে হাই ভোল্টেজ ম্যাচে প্রাইম ব্যাংককে ৩১৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মোহামেডান। আগে ব্যাট করতে নেমে মোহামেডানের শুরুটা ভালো হয়নি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কাজে লাগিয়ে ৩০ রানের মধ্যেই ২ উইকেট তুলে নেয় প্রাইম ব্যাংক। এরপর প্রতিরোধ গড়ে তোলেন রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১৩৮ রানের পার্টনারশিপ। ৭৭ বলে ৫০ রান করে বিদায় নেন অঙ্কন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের ২২ বলে ২৮ ও আরিফুল হকের ১৩ বলে ২১ রানের ইনিংস রেখেছে কার্যকরী ভূমিকা। তবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রনি তালুকদার। ১৩১ বলে ১৪১ রান করা এই ওপেনার হাঁকান ৮টি চার ও ৯টি ছক্কা। শেষদিকে চার-ছক্কায় মাতিয়ে ক্যামিও সাজান টি২০ দল থেকে বাদ পড়া মেহেদী হাসান মিরাজ। ২৯ বলে ৫৩ রানে অপরাজিত থেকে মিরাজ দলীয় পুঁজি নিয়ে যান ৩১৭-তে। 

আগের দিন ১০৬ বলে ৫৬ করা লিটন দাস আজ কত রান করলেন?

Image
  সময়টা যখন বিরুদ্ধ, কখনও কখনও বদলাতে হয় নিজেকে। চেনা পথ যখন হয়ে ওঠে দুর্গম, বেছে নিতে হয় বিকল্প রাস্তা। লিটন কুমার দাস যেন তেমন কিছুই দেখাতে চাইলেন। ব্যাট হাতে নান্দনিকতার পসরা সাজিয়ে দ্রুততায় ছুটতে ভালোবাসেন তিনি। কিন্তু বেশ কিছু দিন ধরেই তিনি নিজের ছায়া। তাই হয়তো অচেনা থেকেই চেষ্টা করলেন আপন সত্ত্বা ফিরে পাওয়ার। নিয়ন্ত্রণের অদৃশ্য রশিতে নিজেকে আটকে রেখে লড়াই করে এগিয়ে গেলেন ফিফটির পথে। ২২ তারিখ সুপার লিগে প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১০৬ বলে করেন ৫৬ রান। আজ সুপার লিগের ২য় ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩ ছক্কা ও ১ চারের মধ্য দিয়ে ৪৪ বলে ৩৩ রান করে আউট হন লিটন দাস।  

৩ বলে ১৯ দেওয়া মুস্তাফিজকে নিয়ে বাধ্য হয়ে যে সিদ্ধান্ত নিলো ধোনিরা

Image
  সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টে তাদের যাত্রাটা দারুণ হলেও পরবর্তীতে সেই ধারাবাহিক ধরে রাখতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের সর্বশেষ ম্যাচে ২১০ রান করেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে লখনৌর কাছে। এমন পরাজয়ের পর দলে পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।  আগামী ১ মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজ। ফলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই লড়তে হবে চেন্নাইকে। ফিজ চলে যাওয়ার পর অনেকটা বাধ্য হয়েই দলে পরিবর্তন আনতে হবে চেন্নাইকে।  দলটির প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক ম্যাচ পরই মুস্তাফিজ চলে যাবে। আমাদের বাধ্য হয়েই আরেকটি পরিবর্তন আনতে হবে। আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি। আমাদের একাধিক ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে, যা কিছুটা উদ্বিগ্নের কারণ। আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে। কয়েকটি ফর্মের কারণে আবার কয়েকটি পরিবর্তন আমরা আনতে বাধ্য হয়েছি।’ চেন্নাই সুপার কিংসের কোচ আরও বলেন, ‘এখানে অনেক চাপ আছে। উপ...

নিশ্চিত জয়ের ম্যাচ হারার পর মুস্তাফিজকে নিয়ে বাধ্য হয়ে যে সিদ্ধান্ত নিলো চেন্নাইয়ের প্রধান কোচ ফ্লেমিং

Image
সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টে তাদের যাত্রাটা দারুণ হলেও পরবর্তীতে সেই ধারাবাহিক ধরে রাখতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের সর্বশেষ ম্যাচে ২১০ রান করেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে লখনৌর কাছে। এমন পরাজয়ের পর দলে পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।  আগামী ১ মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজ। ফলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই লড়তে হবে চেন্নাইকে। ফিজ চলে যাওয়ার পর অনেকটা বাধ্য হয়েই দলে পরিবর্তন আনতে হবে চেন্নাইকে।  দলটির প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক ম্যাচ পরই মুস্তাফিজ চলে যাবে। আমাদের বাধ্য হয়েই আরেকটি পরিবর্তন আনতে হবে। আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি। আমাদের একাধিক ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে, যা কিছুটা উদ্বিগ্নের কারণ। আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে। কয়েকটি ফর্মের কারণে আবার কয়েকটি পরিবর্তন আমরা আনতে বাধ্য হয়েছি।’ চেন্নাই সুপার কিংসের কোচ আরও বলেন, ‘এখানে অনেক চাপ আছে। উপরের দিক...

২১ বলে ৫১ রান দেওয়ায় মুস্তাফিজকে আঘাত করে যে কথা বললেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

Image
   শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল লখনৌয় সুপার জায়ান্টের। কঠিন এই লক্ষ্যটা সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। আর এটা সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ে। শেষ ওভারে ১৭ রান আটকাতে এসে ৩ বলে ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতে চিপাক স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিতল লখনৌ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের দল। ব্যাট হাতে লখনৌয়ের ম্যাচ জয়ের নায়ক স্টয়নিস। ১৩ চার ও ৬ ছক্কায় ৬৩ বলে ১২৪ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন এই অজি অলরাউন্ডার। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার। মুস্তাফিজের এমন বাজে বোলিং মেনে নিতে পারছেন না চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান,  "আমরা ১৪ ওভার পর্যন্ত ভাল করে জয়ের পাল্লা আমাদের দিকে রেখেছিলাম। মাঠে প্রচুর শিশির পড়ায় আমরা বোলারদের ঠিক মত কাজে লাগাতে পারিনি। তার (মুস্তাফি...

৩ বলে ১৯ রান দেওয়া মুস্তাফিজকে রাউন্ড দ্য উইকেটে বোলিং করা সিদ্ধান্ত কে দিয়েছিল জানালো বোলিং কোচ ব্রাভো

Image
  শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল লখনৌয় সুপার জায়ান্টের। কঠিন এই লক্ষ্যটা সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। আর এটা সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ে। শেষ ওভারে ১৭ রান আটকাতে এসে ৩ বলে ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতে চিপাক স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিতল লখনৌ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের দল। ব্যাট হাতে লখনৌয়ের ম্যাচ জয়ের নায়ক স্টয়নিস। ১৩ চার ও ৬ ছক্কায় ৬৩ বলে ১২৪ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন এই অজি অলরাউন্ডার। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার। তবে মুস্তাফিজ শেষ ওভারের ১ম তিন বল রাউন্ড দ্য উইকেটে বোলিং করেছেন যেখানে মুস্তাফিজ সব সময় ওভার দ্য উইকেট বোলিং করে ডেথ ওভারে ভাল রেসাল্ট নিয়ে আসে। তবে চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো বলেছেন দলের প্লানিং অনুযায়ী মুস্তাফিজ শেষ ওভারে বোলিং করেছে। 

পারথিরান ৪ ওভারে ৩৫ রান আর মুস্তাফিজ ২১ বলে ৫১ রান, ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক রুতুরাজ

Image
আজ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও লাখনৌ সুপার জায়েন্টস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় লাখনৌ সুপার জায়েন্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৪ উইকেটের ২১০ রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও মার্ক স্টোনিয়াসের সেঞ্চুরিতে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌছে যায় লাখনৌ সুপার জায়েন্টস। ৩ বলে হাতে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে লোকেশ রাহুলরা। এই ম্যাচে মোটেও ভালো বল করতে পারেনি চেন্নাই সুপার কিংসের বোলাররা। শার্দুল ঠাকুর ৩ ওভার বল করে দিয়েছেন ৪২ রান। ‍মুস্তাফিজ ৩.৩ ওভার বল করে দিয়েছেন ৫১ রান। পেয়েছেন মাত্র এক উইকেট। মাথিশ পাথিরানা ৪ ওভার বল করে দিয়েছেন ৩৫ রান। ২ উইকেট শিকার করেছেন তিনি। তবে ম্যাচে শেষ নিজেদের ব্যাটিংকে ও শিশির ম্যাচ হারার কারণ হিসেবে দায়ি করেছেন অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়। তিনি বলেন, “এটা ক্রিকেটের একটা অংশ। ব্যাক এন্ডে ভালো প্রত্যাবর্তন করেছে লখনউ। ১৩-১৪ ওভার পর্যন্ত ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু প্রচুর শিশির থাকায় আমরা আমাদের স্পিনারদের খেলায় আনত...

২১ বলে ৫১ রান দেওয়ায় মুস্তাফিজকে আঘাত করে যে কথা বললেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

Image
  শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল লখনৌয় সুপার জায়ান্টের। কঠিন এই লক্ষ্যটা সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। আর এটা সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ে। শেষ ওভারে ১৭ রান আটকাতে এসে ৩ বলে ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতে চিপাক স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিতল লখনৌ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের দল। ব্যাট হাতে লখনৌয়ের ম্যাচ জয়ের নায়ক স্টয়নিস। ১৩ চার ও ৬ ছক্কায় ৬৩ বলে ১২৪ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন এই অজি অলরাউন্ডার। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার। মুস্তাফিজের এমন বাজে বোলিং মেনে নিতে পারছেন না চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান,  "আমরা ১৪ ওভার পর্যন্ত ভাল করে জয়ের পাল্লা আমাদের দিকে রেখেছিলাম। মাঠে প্রচুর শিশির পড়ায় আমরা বোলারদের ঠিক মত কাজে লাগাতে পারিনি। তার (মুস্তাফিজের) ন...

৩ বলে ১৯ রান দেওয়া মুস্তাফিজকে রাউন্ড দ্য উইকেটে বোলিং করা সিদ্ধান্ত কে দিয়েছিল জানালো বোলিং কোচ ব্রাভো

Image
শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল লখনৌয় সুপার জায়ান্টের। কঠিন এই লক্ষ্যটা সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। আর এটা সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ে। শেষ ওভারে ১৭ রান আটকাতে এসে ৩ বলে ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতে চিপাক স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিতল লখনৌ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের দল। ব্যাট হাতে লখনৌয়ের ম্যাচ জয়ের নায়ক স্টয়নিস। ১৩ চার ও ৬ ছক্কায় ৬৩ বলে ১২৪ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন এই অজি অলরাউন্ডার। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার। তবে মুস্তাফিজ শেষ ওভারের ১ম তিন বল রাউন্ড দ্য উইকেটে বোলিং করেছেন যেখানে মুস্তাফিজ সব সময় ওভার দ্য উইকেট বোলিং করে ডেথ ওভারে ভাল রেসাল্ট নিয়ে আসে। তবে চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো বলেছেন দলের প্লানিং অনুযায়ী মুস্তাফিজ শেষ ওভারে বোলিং করেছে। 

২ ম্যাচে ৯৮ রান দেওয়া মুস্তাফিজের চেন্নাই ছাড়ার কথা শুনে যা বললেন চেন্নাইয়ের কোচ মাইক হাসি

Image
  আবারও চিদাম্বারাম স্টেডিয়ামে ফিরছে চেন্নাই সুপার কিংস। নিজেদের অষ্টম ম্যাচ খেলতে হোমগ্রাউন্ডে ফিরছে ধোনি-মুস্তাফিজদের চেন্নাই। পয়েন্ট টেবিলে আছে চতুর্থ স্থানে। গত ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে তাদের ঘরের মাঠে হেরেছিল চেন্নাই সুপার কিংস। এবার নিজেদের মাঠে সেই লখনৌকেই আতিথ্য দেবে ধোনিরা।   এই ম্যাচে থাকার সম্ভাবনা আছে মুস্তাফিজুর রহমানের। চিপাকের পিচে ফিজ বেশ কার্যকরী। পেয়েছেন ৮ উইকেট। মাথিশা পাথিরানার সঙ্গে আজও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এটাই হয়ত ফিজের চেন্নাই পর্বের শেষের শুরু। ঘরের মাঠে পরের তিন ম্যাচ খেলবে চেন্নাই। আর এই তিন ম্যাচ দিয়েই ফিজ পর্ব শেষ হবে আইপিএলে।  চেন্নাই সুপার কিংসের দশম ম্যাচ পর্যন্ত আইপিএলে থাকছেন মুস্তাফিজুর রহমান। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ খেলতে দেশে ফিরে আসবেন তিনি। আর ফিজের এমন বিদায়কে দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।  লখনৌ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি টাইগার পেসার প্রসঙ্গে বলেন, ‘তার (মুস্তাফিজ) স্লোয়ার বলটা অসাধারণ যেটা খেলা বেশ কঠিন, বি...